রুহুল-জাহিদ পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু। ছবি-দেশি খবর।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আম্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশ সোসাইটি ইউএসএ’র নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী রুহুল-জাহিদ পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস’র নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। এসময় নির্বাচিত হলে আগামী সময়ের কর্মপন্থা তুলে ধরেন প্রার্থীরা।
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমদের স্ত্রী আফসারি আহমদের সভাপতিত্বে পরিচিত সভা সঞ্চালনা করেন জে মোল্লা সানি। সোসাইটির প্রয়াত নেতৃবৃন্দের রূহের মাগফেরাত এবং প্যানেলের সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ। বক্তব্য রাখেন বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া। মঞ্চে উপস্থিত ছিলেন মাওলানা জাকারিয়া মাহমুদ, নজির আহম্মেদ ভান্ডারি, নাজমুল হাসান মানিক, ইউসুফ জসিম, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, মইনুজ্জামান চৌধুরী, নাসির আলী খান পল, শাহআলম, গউস উদ্দিন খানসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
এসময় রুহুল-জাহিদ পরিষদ থেকে বিভিন্ন পদে প্রার্থীরা তাঁদের নিজ পরিচয় তুলে ধরে। তবে; সবার নজর ছিলো সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুর দিকে। তাঁকে ঘিরেই এই প্যানেলের আবহ তৈরী হয়েছে। নিজের বক্তব্যে তাই জাহিদ মিন্টু বাংলাদেশ সোসাইটির জন্য আগামী দিনে তাঁর পক্ষ থেকে করণীয় তুলে ধরেন। এসময় তিনি বলেন- বাংলাদেশ সোসাইটিতে তাঁর কাজ করার অভিজ্ঞতা নেই। তবে; প্রবাসী বাংলাদেশীদের স্বপ্ন বাংলাদেশ ভবন এবং বাংলাদেশী কমিউনিটি সেন্টার করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। বৃহত্তর নোয়াখালী সোসাইটির দায়িত্ব পালনকালে বাস্তবায়নকৃত প্রকল্পসমূহ সেই সাক্ষ্যবহন করে। আল্লাহ চাইলে এবং ভোটারদের সমর্থন থাকলে তিনি বাংলাদেশ সোসাইটিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চান।
রুহুল-জাহিদ পরিষদে বিভিন্ন পদে প্রার্থীরা হচ্ছেন। সভাপতি পদে রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি পদে ফারুক চৌধুরী, সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে সারওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাদী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিকা রায় চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে রিজু মোহাম্মদ (নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক পদে নাসির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক পদে রোমানা আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক শাহনাজ হোসেন, কার্যকরী সদস্য পদে আব্দুর রব মিয়া, তাজু মিয়া, একেএম রফিকুল ইসলাম ডালিম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম প্রার্থী হয়েছে।
আগামি ২৭ অনুষ্ঠিতব্য বাংলাদেশ সোসাইটি ইউএসএ’র নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী অপর প্যানেল হচ্ছে সেলিম-আলী পরিষদ। নির্বাচনে ১৮ হাজার ৬১৩জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.