জাতিসংঘ সদর দপ্তরের সমানে বিক্ষোভ। ছবি-দেশি খবর।
জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভের শ্লোগানের পোস্টার। ছবি-দেশি খবর।
রচেস্টার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষার্থী, অভিবাবকদের বিক্ষোভ। ছবি-দেশী খবর।
নিউইয়র্ক সিটির ওজনপার্কে বাংলাদেশী শিক্ষার্থী ও প্রবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেন। ছবি-দেশি খবর।
বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলি ও হামলা-সংঘর্ষে ছাত্রছাত্রী হত্যার প্রতিবাদে এবং আন্দোলনের সাথে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুক্রবার একাধিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশী শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সর্বপরি উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।
শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশী শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন বয়সের প্রবাসীরা বিক্ষোভ সমাবেশ করে। কল ফর জাস্টিস এন্ড স্টুডেন্ট রাইটস্ এর ব্যানারে আয়োজিত কর্মসূচীতে বাংলাদেশী আমেরিকান নন রেসিডেন্সসহ বিভিন্ন সংগঠন এতে সংহতি জানিয়ে অংশ নেন।
এসময় বিক্ষোভকারীরা “কোটা অর মেরিট, মেরিট মেরিট” “উই ওয়ান্ট জাস্টিস” “স্টেপ ডাউন হাসিনা” “ডোন্ট কিলিং স্টুডেন্ট”সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বিপুল সংখ্যক পুলিশের পাহারায় দীর্ঘক্ষণ ধরে এই সমাবেশে অংশগ্রহণকারীরা শ্লোগানের মতোই “সেভ বাংলাদেশী স্টুডেন্ট” “স্টপ কিলিং স্টুডেন্ট ইন বাংলাদেশ” “লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না” সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে।
এসময় বিক্ষুব্ধরা অধিকার চাওয়ায় শিক্ষার্থীদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হয় এবং নিরপরাধ শিক্ষার্থীদেও ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবী করেন। আর কোন শিক্ষার্থীর ওপর হামলা নয়, আমাদের দেশকে বাঁচান, বাংলাদেশী শিক্ষার্থীদের বাঁচানো দাবি জানান।
সমাবেশে বক্তরা ছাত্র হত্যার প্রতিবাদে পুরো দেশের মানুষ এবং প্রবাসীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
এদিকে শুক্রবার জুমাআ’র নামাজের পর কুইন্সের ওজন পার্কের লিটল বাংলাদেশ ওয়েতে বাংলাদেশী স্টুডেন্ট ও প্রবাসীদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
দপুরে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর সামনে যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিক সমাজ, নিইউইয়র্ক বাংলাদেশ সচেতন ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকালে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে হিউম্যান রাইটস্ ডেভেলপমেন্ট বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানাওে প্রবাসীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এভিনিউ সি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে আয়োজক সংগঠন ছাড়াও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিকালে নিউইয়র্কের রচেস্টার ইউনিভার্সিটি ক্যাম্পাসে বাংলাদেশী শিক্ষার্থী, অভিবাবক ও তাঁদের স্বজনরা বিক্ষোভ সমাবেশ করে। এখানেও “স্টপ কিলিং স্টুডেন্ট” “নো ডায়লগ উইথ বুলেট” “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক”“ব্যান স্টুডেন্ট পলিটিক্স” সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত পেস্টুন ব্যাবহার করে বিক্ষোভকারীরা।
সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন ছাত্রসমাজ নিউইয়র্ক। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একইস্থানে প্রবাসী বাংলাদেশী, নিউইয়র্ক সংগঠনের ব্যানারে একইস্থানে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র হত্যার প্রতিবাদ এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষুব্ধরা।
এর আগে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বৃহত্তর সমাবেশ অনুষ্ঠিত হয় ম্যানহাটনের টাইম স্কয়ারে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.