× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

সরকারি চাকরি ও সুবিধা নিয়ে নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির সেমিনার অনুষ্ঠিত

মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)-

১৫ জুলাই ২০২৪ ০১:৩৮ এএম । আপডেট: ২০ জুলাই ২০২৪ ১১:৪১ এএম

একটি মানসম্মমত রিজুমি ও কভার লেটার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজা, আবেদন এবং ইন্টারভিউতে অংশগ্রহণের ক্ষেত্রেও চাকরি প্রার্থীকে মনযোগী হতে হবে, লেগে থাকতে হবে। একইসাথে জীবনযাত্রার ব্যায় নির্বাহে বিদ্যামান সরকারি সুবিধাসমূহ ব্যায়বহুল এই নগরীতে নাগারিক জীবনকে সহজতর করতে অনেক বেশী সহায়ক হতে পারে।

শনিবার নিউইয়র্ক সিটির কুইন্স লাইব্রেরির সেন্ট্রাল অডিটোরিয়ামে নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটি কতৃক “সরকারি চাকরির তথ্য ও সুবিধা বিষয়ক” সেমিনারে আলোচক ও অংশগ্রহণকারীরা এমন মতামত ব্যাক্ত করেন। সেমিনারে রিজুমি ও কভার লেটার লিখা, চাকরি খোঁজা, আবেদন, ইন্টারভিউর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত উপস্থাপন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির সভাপতি ডাঃ নাফিসুর রহমান এবং তত্বাবধান করেন সেক্রেটারি মোঃ হেলাল আলম (টিটু)। সেমিনারের কনভেনর কুইন্স লাইব্রোরির লাইব্রেরিয়ান সেলিনা শারমিনের সঞ্চালনায় শতাধিক চাকরি প্রার্থী ও সরকারি সুবিধা প্রত্যাশী অংশ নেন।  বক্তব্য রাখেন সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ ভূঁইয়া, সেমিনারে কো-কনভেনর আশরাফুজ্জামান।

মানসম্মমত রিজুমি ও কভার লিখার ধরণ নিয়ে আলোচনা করেন কুইন্স লাইব্রোরির কর্তকর্তা ইমতিয়াজ চৌধুরী। সরকারি চাকুরির জন্য আবেদনের প্রকৃয়া শীর্ষক সেশন পরিচালনা করেন নিউইয়ক সিটির প্রবেশন অফিসার ফাতেমা খান। ইন্টারভিউতে মুখোমুখি হওয়ার নানান দিক নিয়ে আলোচনা করেন ইউএসসিআইএস’র ইমিগ্রেশন অফিসার সাঈদা হাবিব।

নিইউয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হাউজিং অথরিটির কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান সরকারি বাসা প্রাপ্তির জন্য কিভাবে আবেদন করতে হয়, আয়সীমা ও পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাসা পছন্দের বিষয়টি তুলে ধরেন। তিনি আবেদনের সময় বরো পছন্দের বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন।

ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসের কর্মকর্তা সফিকুল ইসলাম  (ফুড স্ট্যাম্প), মেডিকেইড, বাসা ভাড়ার অর্থ সহায়তা, বাসা পরিবর্তনের খরছ, চিকিৎসা ব্যায়ের বিল পরিশোধে আর্থিক সহায়তা প্রাপ্তিসহ বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য আবেদনের দিকগুলো তুলে ধরেন।

চাকরি প্রার্থীদের নিয়ে সেশন সমূহে সরকারি চাকরির নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়। এজন্য চাকুরি পছন্দ এবং আবেদনের পূর্বে অবশ্যই ভালোভাবে চাকুরির বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখার অনুরোধ করা হয়। রিজুমি এবং কভার লেটারে দরকারি তথ্য সমূহ কমকথায় ক্রমানুসারে সাবলীলভাবে উপস্থাপনা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার বিষয়টি উপস্থাপনে যত্নশীল হতে হবে।

প্রথমে একটি চাকরি প্রাপ্তিকে প্রাধান্য দিতে হবে, বেতন মূখ্য নয়। কারণ পদোন্নতি কিংবা চাকরি পরিবর্তীনের মধ্যদিয়ে বেতন কাঠামোর পরবর্তন হতে পারে।

প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য লাইব্রেরিতেও প্রস্তুতিমূলক বই পাওয়া যায়। এছাড়া বইয়ের দোকান ও অনলাইনেও বই কিনতে পাওয়া যায়। যাদের নিম্ন আয় তাঁরা আবেদন অথবা পরীক্ষার ফি মওকুপ পেতে পারেন। এক্ষেত্রে মেডিকেইড একটিভ লেটার (সিটিজেন আবেদনের সময় যেটি ব্যবহার করা যায়) সাথে যুক্ত করতে হবে।

ইন্টারভিউর পূর্বে স্বাভাবিক মানসিক প্রশান্ত থাকতে হবে। নির্ধারিত সময়ের পূর্বে ইন্টারভিউস্থলে পৌঁছা, মানানসই পোশাক পরিধান খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কথা বার্তা পরিহার করা, কোন প্রশ্ন থাকলে যেনে নেওয়া এবং মনযোগ সহকারে প্রশ্নশুনে যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করা। রিজুমির অতিরিক্ত কপি সাথে রাখা জরুরী।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা সেমিনার শেষে শিক্ষাগত যোগ্যতার সনদসমূহের মূল্যায়ন, চাকরি অনুসন্ধান ও আবেদনের প্রকৃয়াসহ অংশগ্রহণকারীদের সম্পূরক প্রশ্নের উত্তর দেন সেশন পরিচালনাকরী কর্মকর্তাবৃন্দ এবং নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে অংশগ্রহণকারী ফাহমিদা আক্তার এবং দীন ইসলাম বলেন- আমাদের বাংলাদেশী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে। এখানেও কাজের অভিজ্ঞতা রয়েছে। এগুলো কাজে লাগিয়ে একটি কাঙ্খিত সরকারি চাকুরি পেতে এধরণের সেমিনার নিঃসন্দেহে সহায়ক ভূমিকা রাখবে। তবে; লেগে থাকাটা অনেক জরুরী।

নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির সভাপতি ডাঃ নাফিসুর রহমান বলেন- সরকারি সুযোগ নিতে হবে বাংলাদেশী কমিউনিটিতে। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তাঁদের পক্ষ থেকে চাকরি প্রার্থীকে যেকোন ধরণের সহযোগীতা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

বিগত সময়ে প্রতি বছর এই সেমিনার আয়োজন করা হয়ে আসছে। আগামি সময়ে বছরে একাধিক সেমিনার হবে। আগ্রহীরা যোগাযোগ রাখতে অনুরোধ করেন তিনি।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.