× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

শনিবার কুইন্স লাইব্রোরিতে নিউইয়র্ক সিটি জব ও সরকারি সুবিধা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিনিধি-

১৩ জুলাই ২০২৪ ০৩:০৫ এএম । আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৩৯ এএম

 সিটি অথবা ফেডারেল জব (চাকরি) বাংলাদেশী কমিউনিটিতে এখন পছন্দের শীর্ষে। কিন্তু শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা থাকা সত্বেও নিউইয়র্ক সিটিতে অথবা স্টেটে কাঙ্খিত চাকরি পাওয়া দুস্কর। অনেক সময়ই চাকুরি পেতে বেগ পেতে হয় চাকরি প্রার্থীকে। একইসাথে ব্যায়বহুল এই নগরে জীবনযাত্রার ব্যায় মেটাতে হিমশিত খেতে হয় নিম্ন আয়ের বাসিন্দাদের।

জব পেতে রিজুম ও কভার লেটার তৈরী, আবেদন পদ্ধতি, ইন্টারভিউর মতো বিষয়গুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসাথে সরকার প্রদত্ত নাগারিক সুবিধার বিষয় সম্পর্কেও অনেকে অবহিত নন। 

সিটি এবং ফেডারেল জব পেতে প্রস্তুতি নিতে সহযোগীতা এবং নাগরিক সুবিধার নানান দিক নিয়ে শনিবার কুইন্স লাইব্রেরিতে সেমিনার আয়োজন করেছে নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটি। ১৩ জুলাই শনিবার কুইন্স লাইব্রোরির সেন্ট্রাল অডিটোরিয়ামে (89-11 Merrick Blvd, Queens, NY11432)  সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সেমিনারটি বাংলাদেশী কমিউনিটিসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। 

এনিয়ে জানতে চাওয়া হলে নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটি মোঃ হেলাল আলম (টিটু) বলেন- প্রতিবছর এমন সেমিনারের আয়োজন করে থাকেন তাঁরা। বাংলাদেশি কমিউটির বাসিন্দাদের চাকরি ও সুবিধা প্রাপ্তিতে সহযোগীতাই তাঁদের উদ্দেশ্য। 

অনেক সময় দেখা যায় সকল যোগ্যতা থাকা সত্বেও একটি মানসম্মত রিজুমি এবং কভার লেটারের জন্য চাকুরি প্রার্থী ছিটকে পড়েন। সেমিনারের বিভিন্ন সেশনে রিজুম ও কভার লেটার তৈরী, চাকরি প্রার্থীর কিভাবে ইন্টারভিউতে মুখোমুখি হবেন এবং নিম্ন  আয়ের বাসিন্দারা কিভাবে হাউজিংয়ের বাসার জন্য আবেদন করবেন, SNAP, মেডিকেইডের মতো বিষয়গুলো তুলে ধরা হবে পৃথক পৃথক সেশনে।

সেমিনারে কোন প্রবেশ মূল্য নেই উল্লেখ করে তিনি যাদের সুযোগ থাকে তাঁদের সবাইকে সেমিনারে অংশ নেয়ার আহবান জানান।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.