× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

‘তাইওয়ানকে শান্তি ও যুদ্ধের কোন একটি বেছে নিতে হবে’

অনলাইন ডেস্ক

০৭ এপ্রিল ২০২৩ ১৭:২০ পিএম

চীন ও তাইওয়ানের মধ্যকার সম্পর্কে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে তাইওয়ানকে শান্তি ও যুদ্ধের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে। স্বায়ত্তশাসিত দ্বীপটির সাবেক প্রেসিডেন্ট মা ইং-জিউ এ মন্তব্য করেছেন। 

১২ দিনের চীন সফর শেষে শুক্রবার (৭ এপ্রিল) তাইওয়ানের তাওইউয়ান বিমানবন্দরে নেমে মা ইং-জিউ সাংবাদিকদের বলেন, ‘আমাদের বর্তমান সরকার তাইওয়ানকে ক্রমশ বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি, এখন শান্তি ও যুদ্ধের মধ্যে আমাদের কোনো একটা বেছে নিতে হবে। এটা আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।'

রয়টার্স জানায়, কমিউনিস্ট বিপ্লবের পর ১৯৪৯ সালে তাইওয়ানে পালিয়ে যান চীনের কুমিনটাং পার্টিপ্রধান ও তৎকালীন প্রেসিডেন্ট চিয়াং কাই-শেক। এরপর থেকে দ্বীপটি নিজেদের মতো শাসিত হয়ে আসছে। 

কিন্তু দ্বীপটিকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে চীনা কমিউনিস্ট পার্টি। শান্তিপূর্ণভাবে না হলে প্রয়োজনের বল প্রয়োগ করে তাইওয়ান নিয়ন্ত্রণে নেওয়া কমিউনিস্ট পার্টির ঘোষিত উদ্দেশ্য। 

২০০৮ থেকে ১৬ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মা ইং-জিউ তাইওয়ানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি চীন সফর করেন। তিনি কুমিনটাংয়েরও নেতা। কিন্তু কুমিনটাং বর্তমানে চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে। 

অন্যদিকে দ্বীপটির বর্তমান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন চীনবিরোধী হিসেবে পরিচিত। ২০১৫ সাল থেকে ক্ষমতায় থাকা ওয়েন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে। তাদের থেকে বিপুল অস্ত্র কিনছে। বেড়েছে পশ্চিমা নেতাদের তাইওয়ান সফর। 

গত আগস্টে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের জোর আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফর করেন। জবাবে তাইওয়ানের চারদিকে সর্বাত্মক সামরিক মহড়া শুরু করে চীন। 

উত্তর আমেরিকা সফরের যাত্রা বিরতে বুধবার (৫ এপ্রিল) ক্যালিফোর্নিয়ায় হাউসের নতুন স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেনে সাই ইং-ওয়েন। চীন এর তীব্র সমালোচনা করেছে এবং তাইওয়ান প্রণালীতে রণতরি পাঠিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রও একই প্রণালীতে পাল্টা রণতরি পাঠিয়েছে।

এদিকে মা ইং-জিউর চীন সফরের প্রতিবাদ জানিয়েছে সাই ইং-ওয়েনের পার্টি ডেমোক্র্যাটিক প্রগেসিভ পার্টি (ডিপিপি)। কিন্তু যাবতীয় বাধা উপেক্ষা করে চীনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জন্য সব কিছু করার ঘোষণা দিয়েছেন মা ইং-জিউর।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.