নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে এক বাংলাদেশির ব্যাবসা প্রতিষ্ঠানে ডাকাতির খবর পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে ওয়ান ও ওয়ান (১০১) এভিনিউর পোষাক ও মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘যারা লাইফ স্টাইলে’ ঘটনা ঘটে। এসময় অস্ত্রের মুখে দোকান কর্মচারীকে জিম্মি ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মানিব্যাগ ও পাসপোর্ট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত।
খবর পেয়ে নিউইয়র্ক সিটি পুলিশের (এনওয়াইপিডি) ১০২ প্রিসেন্ট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান কর্মচারীর সাথে কথা বলে আলামত সংগ্রহ করে। তবে; সোমবার সন্ধ্যা পর্যন্ত এঘটনায় কাউকে আটক করা হয়নি বলে ব্যাবসায়ী রাজু আহমেদ জানান।
এদিকে ডাকাতির ঘটনার পরপরই ওজনপার্ক এলাকার ব্যাবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসে। ওজনপার্ক এলাকায় প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সবাই। বাংলাদেশি কমিউনিটিতে পুলিশের নজরদারি ও গুরুত্ব না দেয়ার কারণে অপরাধ বাড়ছে বলে জানান তারা।
এনিয়ে সোমবার ওজনপার্ক বিজনেস এসোসিয়েশনের নেতৃবৃন্দ জরুরী বৈঠক করে শুক্রবার জুমার নামাজের পর ওজনপার্কের লিটল বাংলাদেশ ওয়েতে সভা আহবান করা হয়েছে। সেখানে পুলিশ কর্মকর্তা, ব্যাবসায়ী ও স্থানীয় সবাইকে আমন্ত্রন জানানো হয়েছে।
অপরদিকে সোমবার ১০২ প্রিসেন্টের পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। একইসাথে সিটিলাইন-ওজনপার্ক কমিউনিটি পুলিশের টিমকেও টহল দিতে দেখা যায়।
‘যারা লাইফ স্টাইলের ম্যানেজার আখলাকুর রহমান সাগর জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে দুইজন লোক আসে। একজন দোকানে প্রবেশ করে অন্যজন বাইরে অপেক্ষা করে। দোকানে প্রবেশকারী ডাকাত অস্ত্র তাক করে তাঁকে জিম্মি করে এবং মারধর করে। এসময় অস্ত্রেও মুখে দোকানের ক্যাশে টাকা পাঠানোর এবং বিক্রির প্রায় ১০ হাজার ডলার লুটে নেয়।
এসময় অস্ত্রের মুখে তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এসময় তার পকেটে থাকা বাংলাদেশী পাসাপোর্টও নিয়ে নেয় ডাকাত সদস্য। পরবর্তীতে তাকে দোকানের বাথরুমে আটকে রেখে দ্রুত পালিয়ে যায় ডাকাত। কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে তিনি বেরিয়ে এসে মালিককে খবর দেন। পুলিশেও তখন খবর দেয়া হয়।
এদিকে ঘটনার পরই দোকান মালিক, স্থানীয় ব্যাবসায়ী, ওজনপার্ক ব্যাবসায়ী এসোশিয়েশন ও কমিউনিটি নেতৃবৃন্দ ছুটে আসেন। এসময় বারবার ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন যারা লাইফ স্টাইলের মালিক রাজু আহমেদ ক্ষোভ প্রকাশ করেন। ওজনপার্ক বিজনেস এশোসিয়েশনের ভূমিকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
ওজনপার্কের বাঙালী কমিউনিটি ও ব্যাবসায়ী নেতৃত্বেও ভূমিকাকে দায়সারা আখ্যা দেন বিয়ানীবাজার সমিতির সেক্রেটারি রেজাউল আলম অপু। তিনি বলেন, এই এলাকায় পুলিশ সক্রিয় না হওয়ায় এই অপরাধ বাড়ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপরাধ মোকাবেলা করতে হবে।
ওজনপার্ক বিজনেস এসোসিয়েশনের সেক্রেটারি খায়রুল ইসলাম খোকন প্রতিদিন অপরাধ বৃদ্ধির জন্য উদ্বেগ প্রকাশ করে পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবি করেন। একইসাথে ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
ওজনপার্ক বিজনেস এসোসিয়েশনের সহ-সভাপতি মাইন উদ্দিন পিন্টু জানান, এই ডাকাতিসহ প্রতিনিয়ত অপরাধ বৃদ্ধির ঘটনায় ওজনপার্ক বিজনেজ এসোসিয়েশনের পক্ষ থেকে সভা আহবান করা হয়েছে শুক্রবার বাদ জুমা। চেজ ব্যাংকের সামনে লিটল বাংলাদেশ ওয়েতে এই সভা অনুষ্ঠিত হবে। সেখানে পুলিশ, ব্যাবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দকে অংশগ্রহনের আহবান জানানো হয়েছে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.