সাবেক ছাত্রনেতা নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংকটকালীন সময়ের কান্ডারি নুরুল আমিন বাবু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্ধিত সভায় শূণ্যপদ পূরণে গৃহীত সিদ্ধান্তের আলোকে তাঁকে এপদে মনোনয়ন প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক পত্রে বিষয়টি নিশ্চিত করেন। একইসাথে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দেয়ায় নুরুল আমিন বাবু দেয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি শ্রদ্ধাভাজন ড.সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর ও স্টেট আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে আগামি সময়ে দায়িত্ব পালনে সবার সহযোগীতা কামনা করেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসুচী বাস্তবায়নে বিশেষত প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়ে কর্মসূচীগুলোতে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন নুরুল আমিন বাবু। এছাড়া কেন্দ্রীয় নেতাদের সফরে কেন্দ্র করে সাংগঠনিক কর্মসূচীগুলোতে সরব দেখা যায় তাঁকে। ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং উৎসবসূমহেও তাঁকে দেখা যায় সামনের কাঁতারে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.