× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

দুই বাংলাদেশী খুনের ঘটনায় বাফালোতে মেয়র ও পুলিশ কমিশনার তোপের মুখে

বিশেষ প্রতিনিধি-

২৯ এপ্রিল ২০২৪ ১০:৪০ এএম । আপডেট: ০১ মে ২০২৪ ১০:১২ এএম

দুবৃত্তের গুলিতে দুই বাংলাদেশী আবু ইউসুফ ও বাবুল মিয়া খুনের ঘটনায় রোববার বিক্ষুদ্ধ বাংলাদেশীদের তোপের মুখে পড়েছেন বাফালো সিটি মেয়র বায়রন ব্রাউন ও পুলিশ কমিশনার জোসেফ এ গ্রামালিয়া। দুপুরে বাফালোতে বাংলাদেশ মুসলিম সেন্টারে সমবেত বাংলাদেশীদের প্রতিবাদ সমাবেশে পুলিশ বক্তব্যের পরপরই মানুষের মাছে ক্ষোভের বিষ্ফোরণ ঘটে।

সমাবেশে সিটি মেয়র বায়রন ব্রাউন বক্তব্য দেয়ার সময় বিক্ষুব্ধ বাংলাদেশীরা এসময় “উই ওয়ান্ট জাস্টিস” শ্লোগানে মুখরিত করে তোলে। এসময় বিক্ষোভকারীরা “উই ওয়ান্ট জাস্টিস”, “উই কাম টুগেদার ইন পিস”, বাংলায় “নিরাপদ বাফেলো চাই”সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। এসময়ক অপরাধমুক্ত নিরাপদ বাফালো শহর গড়ে তুলতে সবার সাথে একাত্মতা প্রকাশ করে ধৈর্য্য ধারণ করার আহবান জানান।

পুলিশ কমিশনার জোসেফ এ গ্রামালিয়া তাঁর বক্তব্য খুনীকে ধরতে পুলিশের তৎপরতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন পুলিশ ইতেমধ্যে খুনীকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে। দ্রুত খুনীকে গ্রেফতার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এসময় বাংলাদেশীরা পুলিশ কমিশনারের কাছে প্রশ্ন করতে চান। কিন্তু প্রশ্ন করতে পারেনি বাংলাদেশীরা। এতে ক্ষোভ আরো বেশী ছড়িয়ে পড়ে। এসময় কমিউনিটি নেতৃবৃন্দ চেষ্টা করতেও বিক্ষুদ্ধ বাংলাদেশীদের শান্ত করতে পারেননি। কারণ; ইতোপূর্বে আরো  বাংলাদেশী খুনের ঘটনা ঘটেছিলো। শনিবারের জোড়া খুনের ঘটনায় তাই ক্ষোভ ছড়িয়ে পড়ে।  

মুহুর্মুহু বিক্ষোভের মুখে একপর্যায়ে সিটি মেয়র ও পুলিশ কমিশনার বাংলাদেশ মুসলিম সেন্টার ত্যাগ করেন। এসময় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ বারবার চেস্টা চালিয়েও বিক্ষুব্ধ বাংলাদেশীদের শান্ত করতে ব্যার্থ হন।

প্রসঙ্গতঃ শনিবার দুপুরে বাফালো সিটির জেনার এবং ইস্ট ফেরী এলাকায় বাংলাদেশী আবু ইউসুফ এবং বাবুল মিয়াকে গুলি করে খুন করে এক কৃষাঙ্গ দুবৃত্ত। নিহত আবু ইউসুফের বাড়ি সিলেটে এবং বাবুল মিয়ার বাড়ি কুমিল্লায়। তাঁরা একটি বাড়িতে কনস্ট্রাকশন কাজ দেখতে গিয়ে খুনের শিকার হন বলে জানা গেছে।


ছবি বাফালো প্রতিদিনের সৌজন্যে।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.