সাবেক জনপ্রিয় ছাত্রনেতা কমিউনিটির পরিচিতমুখ সমাজকর্মী গোলাম মাওলা চৌধুরী ফেনী জিলা সমিতি ইউএসএ ইনক্ এর ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন। সমিতির পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সমিতির সভাপতি আব্দুর রব চৌধুরী স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে।
গোলাম মাওলা চৌধুরী ফেনী শহরের দাউদ পুর চৌধুরী বাড়ির মোঃ মজিবুল হক চৌধুরীর সন্তান। তিনি দীর্ঘদিন ধরে কুইন্সের সাউথ জ্যামাইকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ফেনীবাসীর প্রাণের সংগঠন ফেনী জিলা সমিতির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ফেনীর সার্বিক উন্নয়নে সাড়া জাগানো সামাজিক সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি -এফডিসি'র প্রতিষ্ঠাতা সভাপতি।
ফেনী জিলা সমিতির সভাপতি আব্দুর রব চৌধুরী গত ৫ এপ্রিল সমিতির কার্যনির্বাহী কমিটি বরাবরে লিখিত পত্রে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতাজনিত কারণে তাঁর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় সমিতির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2025 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.