× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বৃহত্তর নোয়াখালী সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি-

১৮ মার্চ ২০২৪ ০৬:৩৮ এএম । আপডেট: ২৫ মার্চ ২০২৪ ০০:১৪ এএম

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএএসএ ইনক্ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিউইয়র্ক সিটির ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের ১১৮ বেভারলি রোডস্থ নোয়াখালী ভবনে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সোসাইটির সদস্য, বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইউসুফ জসিমের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় আলোচনা রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান, উপদেষ্টা খোকন মোশারফ প্রমুখ। 

রমজান ও ইফতারের গুরুত্ব তুলে ধরে আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন আন-নূর কালচারাল সেন্টার, নিউইয়র্ক’র প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ ইসমাইল।

ইফতার মাহফিলে সোসাইটির মিলনায়তন ছাড়িয়ে আঙিনায়ও বিপুল সংখ্যক সদস্যদের স্থান নিতে হয়। এসময় ইফতার মাহফিলে অংশ নেয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান নাজমুল হাসান মানিক এবং ইউসুফ জসিম।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.