চলতি বছর ৫০-এ পা রাখলেন রেহাম খান। আর এবারের জন্মদিনে প্রাপ্ত আশীর্বাদ ও ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম। ইমরানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এ বছর নিজের ভালোবাসার মানুষের সঙ্গে প্রথমবার জন্মদিন উদযাপন করেছেন বলেই একে খুব বিশেষই বলেছেন তিনি।
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেহাম খান গত বছরের ডিসেম্বরে অভিনেতা ও মডেল মির্জা বিলালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর ৩ এপ্রিল তার প্রথম জন্মদিন উদযাপন করলেন স্বামীর সঙ্গে। তা নিয়ে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। যাতে তিনি তার ভক্তদের সব সময় আশাবাদী থাকার পরামর্শ দিয়েছেন একই সঙ্গে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা ও বিশ্বাস অটুট রাখতে উৎসাহিত করেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) রেহাম ইনস্টাগ্রামে তার স্বামীর সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেন। সে ছবির পাশাপাশি তিনি তার অনুসারীদের কঠিন সময়ে ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে একটি নোটও লিখেছেন।
তাতে বলা হয়, আপনি যদি আজ আশাহত হন, যদি আজ আপনার মন খারাপ থাকে, তবে আপনার জন্য আমার প্রার্থনা রইল। যাতে আপনি ভালোবাসা ও সুখ খুঁজে পান এবং আপনার আগামী জন্মদিনে যেন এসব না পাওয়া পূর্ণ হয়ে যায়।
আরেকটি পোস্টে রেহাম তার জন্মদিনের মোমবাতি নেভানোর একটি ভিডিও পোস্ট করে তাতে লেখেন, আমি কখনোই বছর গুনি না বরং আশীর্বাদ গুনি।
আমি আমার জীবনের প্রতিটি বছর নিয়ে খুব গর্বিত। তাই আমি কখনোই আমার বয়স লুকানোর কোনো চেষ্টা করিনি। বড় হওয়াটা আমার কাছে দারুণ একটা ব্যাপার।
তিনি আরও বলেন, আমি বিশ্বের অনেক জায়গায় ঘুরেছি। অনেক অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করেছি, মানুষের তৈরি শিল্পকর্মের প্রশংসা করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমি যতটা না কান্না করেছি, তার চেয়েও বেশি হেসেছি। এটা ছিল আমার জন্মদিনের শেষ কেক, আগামীকাল আরও কফি আর কেকের আশায় রয়েছি।
রেহাম প্রথম গাঁটছড়া বাঁধেন ১৯৯৩ সালে ইজাজ রেহমানের সঙ্গে। ২০০৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০১৪ রেহাম বিয়ে করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। কিন্তু এক বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন এ দম্পতি।
এরপর গত বছর ৩৬ বছর বয়সি টেলিভিশন উপস্থাপক ও নিউইয়র্কের মডেল মির্জা বিলালকে বিয়ে করেন রেহাম খান।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.