নিউইয়র্ক সিটির ওজনপার্কের ফুলতলী জামে মসজিদ এন্ড ইসলামিক ইনিস্টিটিউটের উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মিরাজুন্নবী (সাঃ) এবং শামসুল উলামা আল্লামা ফুলতলী (রাঃ) এর ঈসালে সাওয়াব মাহফিল-২০২৪ উপলক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত মাহফিলে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র মিরাজের রাতে আল্লাহ সুবহানাহুতায়ালার দিদার লাভ, উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ফয়সালা, নবী-রাসূলগণের সাথে স্বাক্ষাৎসহ মহিমান্বিত এই রজনীতে সংঘটিত ঘটনাবলীর আলোকপাত করা হয়।
এছাড়া প্রিয় নবী (সাঃ) এর সুন্নাহকে ধারণ এবং পবিত্র কুরআনের শিক্ষা চালু এবং জাগ্রত রাখার ক্ষেত্রে আল্লামা ফুলতলী ছাহেবের ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন আলোচকবৃন্দ। দারুল ক্বিরাতের মাধ্যমে শুদ্ধ কোরআন তেলওয়াত তথা কোরআনের শিক্ষা আজো চালু রয়েছে।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলুল বইয়েত দারুল কোরআন একাডেমি- নিউইয়র্ক’র পরিচালক হাফিজ মাওলানা কাওছার আহমদ। প্রধান আলোচক ছিলেন ফুলতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলীম। ফুলতলী জামে মসজিদ এন্ড ইসলামিক ইনস্টিটিউট ওজনপার্ক ইনক্ এর সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসেনের সঞ্চালনায় মাহফিলে হাফিজ নজরুল ইসলাম, মসজিদের সভাপতি নাসির হোসেনহ পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্য মুসুল্লী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে মাহফিলে অংশগ্রহণকারী সকল মুসুল্লী নৈশভোজে অংশ নিয়ে তাবরক গ্রহণ করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.