যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আম্ব্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশ সোসাইটির বর্ণাঢ্য আয়োজনে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা অমর একুশ উদযাপিত হবে। কমিউনিটিতে সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহকে সাথে নিয়ে সম্মিলিত এই উদযাপন প্রবাসীদের মুখ উজ্জল করবে নিঃসন্দেহে।
২০ ফেব্রুয়ারি বিকাল ৫টা থেকে নিউইয়র্ক সিটির কুইন্সের উডসাইডে তিব্বতি কমিউনিটি সেন্টারে (৫৭-১২, ৩২ এভিনিউ, উডসাইড) চলবে একুশের অনুষ্ঠানামালা। এতে প্রধান অতিথি থাকবেন কমিউনিটির পরিচিতমুখ ব্যবসায়ী-সমাজসেবী ড. আবু জাফর মাহমুদ।
সম্মিলিতভাবে একুশ উদযাপন সফল করতে বাংলাদেশ সোসাইটির একুশ উদযাপন কমিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের সাথে বৈঠক করেছেন। অনুষ্ঠানে আলোচনা পাশাপাশি সংগীত পরিবেশন করনে জনপ্রিয় কন্ঠশিল্পীবৃন্দ। নৃত্যাঞ্জলী ও সোসাইটির বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি অংশগ্রহণকারী সংগঠনের নিজস্ব পরিবেশনাও থাকবে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী সকল প্রবাসী বাংলাদেশীদেরকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের অনুষ্ঠানমালায় অংশগ্রহণে আমন্ত্রন জানিয়েছেন।
সম্মিলিত একুশ উদযাপন কমিটির সদস্য সচিব মাইনুল উদ্দিন মাহবুব দেশি খবরকে জানান- একুশ আমাদের অহংকার, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবার সম্মিলিতভাবে একুশ উদযাপনের জন্য কমিউনিটির সংগঠনসমূহকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছিলো। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। ইতোমধ্যে সম্মিলিত একুশ উদযাপনে ৭৮টি সংগঠন একাত্ম হয়েছে। এটি নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্য অনেক আনন্দের।
তিনিও সবাইকে অনুষ্ঠানমালা উপভোগের আমন্ত্রন জানান।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.