দূর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া হাফিজ আহম্মেদের গাড়ি। ছবি-এনবিসি-৪ নিউইজের সৌজন্যে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। এসময় তাঁদের ৮ বছর বয়সের মেয়ে গুরুতর আহত হন। শুক্রবার রাতে নিউইয়র্ক স্টেটের অরেঞ্জ কাউন্টির উডব্যারিতে পুলিশের ধাওয়া করা একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে। তাঁদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজনসহ বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে।
নিহত দম্পতির নাম হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২) ও সাথি আহম্মেদ (৪৬)। তাঁরা নিউইয়র্ক সিটির ফাররকওয়েতে বসবাস করতেন। নিউইয়র্ক স্টেটের বিংহ্যামটনে সম্প্রতি বাড়ি ক্রয় করেছিলেন। সেখানেই স্থানান্তর হওয়ার কথা ছিলো। সাপ্তাহান্তে ছুটির দিনে নতুন বাড়ি দেখতে যাওয়ার পথেই দূর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। এসময় আহত তাঁদের মেয়ে রাঈদা আহম্মেদ ওয়েস্টচেস্টার কাউন্টির ওয়েস্টচেস্টার মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন আছেন।
নিউইয়র্ক স্টেট পুলিশের বরাত দিয়ে মূলধারার গণমাধ্যমগুলোতে পরিবেশিত সংবাদ থেকে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে একটি দ্রুতগামী গাড়িকে ধরতে ধাওয়া করছিলো পুলিশ। তখন গাড়িটির গতি ছিলো ১০০ মাইল বেগে। অরেঞ্জ কাউন্টির উডব্যারি রুট-৬ এ সেই গাড়িটি হাফিজ আহম্মেদের গাড়িসহ দুটি গাড়িকে ধাক্কায় দিলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। যারফলে প্রাণহানির ঘটনা ঘটে এবং দূর্ঘটনার পর চালক পায়ে হেঁটে চলে যায়। তাঁকে খুঁজছে পুলিশ।
নিহত হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেলের ভগ্নিপতি কমিউনিটির পরিচিতমুখ এনরোল্ড এজেন্ট মোহম্মদ এ রহিম (পলাশ) দেশি খবরকে জানান, নিহত দম্পতি তিন মেয়ে এক ছেলের পিতামাতা। তাঁরা বিংহ্যামটন যাচ্ছিলেন পথিমধ্যে দূঘটনার কবলে পড়েন এবং ঘটনাস্থলের তাঁদের মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা তাঁদের মেয়ে গুরুতর আহত হন।
হাফিজ আহম্মেদ ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজায় অবিস্থত ইউএস আর্মির লজিস্টিক সাপোর্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.