× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

ওজনপার্কে মুনা’র ফ্যামিলি নাইট

নিজস্ব প্রতিনিধি-

০৮ জানুয়ারি ২০২৪ ০৯:০০ এএম । আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১০:০০ এএম

নিউইয়র্ক সিটির কুইন্সের ওজন পার্কে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা’র আয়োজনে ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। মুনা সেন্টার অব ওজন পার্ক এর উদ্যোগে বুধবার মাগরিবের পর থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বায়তুন নূর মসজিদে অনুষ্ঠিত ফ্যামিলি নাইটে শিক্ষার্থী, অভিভাবক ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

এতে প্রথম গ্রুপে ফার্ষ্ট গ্রেড থেকে ফোর্থ গ্রেড পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপে ফিফথ্ গ্রেড থেকে এইটথ্ গ্রেড পর্যন্ত শিক্ষার্থীরা ইসলামী সাধারণ জ্ঞানের প্রতিযোগীতায় অংশ নেন।

এসময় ইসলামের শিক্ষা গ্রহণ এবং চর্চার মাধ্যমে পরিবার এবং ব্যাক্তিজীবন গঠনে গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা গ্রহণ এবং অনুশাসন পালনে অভিবাবকদের যতœশীল হওয়ার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে মুনা সেন্টার অব ওজন পার্ক’র সভাপতি রুহুল আম্বিয়া সুমন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল জাব্বার। এতে প্রধান অতিথি ছিলেন মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ড.সাঈদুর রহমান চৌধুরী। অতিথি ছিলেন মুনা’র ইয়ুথ লিডার হাফেজ আব্দুল্যাহ মুত্তাকি। অতিথি ও বিচারক ছিলেন হাফেজ মোশারফ হোসেন।

সমাপনি পর্বে প্রথম গ্রুপ থেকে বিজয়ী ৪জন এবং দ্বিতীয় গ্রুপ থেকে বিজয়ী ৫জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। একই সময়ে উইকেন্ড স্কুলের শিক্ষার্থীরে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এশার নামাজের পর অতিথিবৃন্দ, শিক্ষার্থী, অভিবাবক এবং মুসুল্লীরা নৈশভোজ গ্রহণ করেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.