× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

নিউইয়র্কে এবার শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রবাসীরা

মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)-

১২ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৪ এএম । আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ০৮:৩৩ এএম

উদয়ের পথে শুনি কার বাণী,

ভয় নাই, ওরে ভয় নাই।

নিঃশেষে প্রাণ যে করিবে দান

ক্ষয় নাই তার ক্ষয় নাই...

বিজয়ের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের এক বেদনাবিধুর দিন চৌদ্দ ডিসেম্বর। বাঙালীকে মেধা-মননে শূণ্য করে দেয়ার চক্রান্তের এক মর্মস্তুদ স্মৃতিঘেরা এই দিনটি ইতিহাসের পাতায় কালো হরফে ঠাঁই করে নেয় শহীদ বুদ্ধিজীবী দিবস নামে। রক্ত দিয়ে কেনা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত বাঙালীর কন্ঠে তাই উচ্চারিত হয় রবিন্দ্রনাথের কাবিতার লাইনগুলো।

১৪ ডিসেম্বর, ১৯৭১। পরাজয় নিশ্চিত যেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা শিক্ষাবিদ, সাংবাদিক, প্রকৌশলী, সাহিত্যিক, সংস্কৃতিজনসহ অগ্রগণ্য বরেণ্যজনদের ধরে নিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠে। তাই এই দিনে দেশে এবং প্রবাসে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে দেশবাসী।

প্রতিবছরের ন্যায় এবারও নিউইয়র্কে নানান সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে নিউইয়র্কে এবারই প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য নির্মিত হবে অস্থায়ী শহীদ বুুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে জ্যাকসন হাইটস্’র ডাইভারসিটি প্লাজায় স্থাপিত হবে এই অস্থায়ী স্মৃতিসৌধ। বুদ্ধিজীবী দিবসে নিউইয়র্ক সময় ১৩ ডিসেম্বর রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত এখানে শ্রদ্ধা জানাবেন প্রবাসীরা। উপস্থিত থাকবেন প্রবাসের সকল ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশার মানুষরা, থাকবেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও।

সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা সূত্রে জানা যায়, শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে সেই বেদনাবিধুর দিনের সবিস্তার তুলে ধরতেই নানান আয়োজন করা হয়েছে। এরমধ্যে ১৩ ডিসেম্বর বুধবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত জ্যাকসন হাইটস্’র জুইশ সেন্টারে অনুষ্ঠিত হবে আবৃত্তি, নৃত্যালেখ্য, গণসংগীত, নাট্যাংশ পাঠ, ট্রাফিক পেইন্টিং। রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত ডাইভারসিটি প্লাজায় উন্মুক্ত আয়োজনে মধ্যে থাকবে অস্থায়ী বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, ঘোষণাপত্র পাঠ, আলোক শোকযাত্রা। 

নিউইয়র্কে প্রথমবারের অস্থায়ী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ এবং শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সভা অনুষ্ঠিত হয়। উডসাইডের এক্সপ্রেস প্রিন্টিং অফিসে অনুষ্ঠিত সেই সভায় জোটের আহ্বায়ক মিথুন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ সাম্মু, জাহেদ শরীফ, আবীর আলমগীর, গোপাল সান্যাল প্রমুখ। ইতোমধ্যে দিবসটি পালনকে ঘিরে প্রচারণা এবং স্মৃতিসৌধ নির্মাণসহ প্রস্তুতিও শেষ পর্যায়ে।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সবাইকে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণের আয়োজনে ব্যাক্তিগতভাবে কিংবা সাংগঠনিকভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা নেতৃবৃন্দ।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.