১৯৭১ সেই সব দিন- চলচ্চিত্রের নির্মাণ নিয়ে কথা বলছেন পরিচালক-অভিনেত্রী ঋদি হক।
সময়টা ভালোবাসার, একটি পরিবারের, সময়টা ছেড়ে যাওয়ার আকাঙ্খার, সময়টা নিষ্ঠুরতা-নির্দয়, সময়টা গুড়িয়ে দেয়ার, সময়টা উঠে দাঁড়াবার... সময়টা বাঙলার-বাঙালীর। ড. ইনামুল হকের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধকালীন ঘটনা প্রবাহকে ধারণ করে নির্মিত চলচ্চিত্র ‘১৯৭১ সেই সব দিন’ নির্মাণের প্রেক্ষাপট এভাবেই তুলে ধরে পরিচালক ঋদি হক।
ছবিটি নিউইয়র্কে শুভমুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় কুইন্সের গুলশান ট্যারেসে আয়োজিত ‘প্রেস মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির কমিউনিটি এ্যাফেয়ার্স বিভাগের প্রতিনিধি পেট্রিসিয়া রঘুনন্দন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠকসহ বিপুল সংখ্যক অতিথি অংশ নেন।
ঋদি হক জানান- কিছু ঋণ শোধ করবার নয়। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং যাদের অবদানে আমাদের স্বাধীনতা, তাদের ঋণ কখনো শোধ হবে না। ১৯৭১ বাঙালীর হৃদয়ে থাকবে সবসময়। সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ ছবিটি নির্মাণেও আমাদের একধরণে যুদ্ধ ছিলো। কতটুকু করতে পেরেছি সেটি দর্শকরা মূল্যায়ন করবে।
আগামি ২৭ অক্টোবর কুইন্সের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে এই ছবির শুভমুক্তি হবে। বায়োস্কোপ ফিল্মস এই প্রদর্শনীর আয়োজন করে। সাত দিনে মোট ২৩ শোতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বায়োস্কোপ ফিল্মস্’র কর্ণধার রুবনা রশিদ ও রাজ হামিদ।
এর মধ্যে ২৭ ও ২৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টা, বিকাল সাড়ে ৩টা, সন্ধ্যা ৬টা ৪০ মিনিট এবং রাত ৯টা ৫০ মিনিটে শো’তে প্রদর্শিত হবে। এছাড়া ২৯, ৩০, ৩১ অক্টোবর, ১ নভেম্ব ও ২ নভেম্বর দুপুর সাড়ে ১২টা, বিকাল সাড়ে ৩টা ও সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের শো’তে প্রদর্শিত হবে। তাঁরা সবাইকে হলে এসে ছবিটি দেখার অনুরোধ করেন।
প্রেস মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা। ১৯৭১ সেই সব দিন- ছবির শুভমুক্তি’র উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ডা. মাসুদুর রহমান। ছবির নির্মাণসহ নানান দিক নিয়ে বক্তব্য রাখেন পরিচালক-অভিনেত্রী ঋদি হক, অভিনেতা লিটু আনাম, অভিনেত্রী তারিন জাহান, ছবির নির্বাহী প্রযোজক কামরুজ্জামান রনি।
স্বাগত বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বায়োস্কোপ ফিল্মস্’র কর্ণধার রুবনা রশিদ ও রাজ হামিদ। তাঁরা জানান- উত্তর আমেরিকায় বাংলাদেশী চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছে দিতে গত ৬ বছর আগে যাত্রা শুরু করেছিলো বায়োস্কোপ ফিল্মস্। ১৯৭১ সেই সব দিন- ৩৭তম ছবি যা পুরো উত্তর আমেরিকার প্রদর্শিত হবে।
নিউজার্সি, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসিসহ মোট ১৫টি অঙ্গরাজ্যে ছবিটি প্রদর্শিত হবে। এসকল স্থানে বাঙলা স্কুলগুলোতে ছবিটি বিনামূল্যে দেখানো হবে শিক্ষার্থীদের জন্য। এছাড়া ডিসেম্বরে ৮টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখানো হবে। বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন এক্ষেত্রে সহযোগীতা করবে।
অনুষ্ঠানে বক্তরা বলেন- এধরণের চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করবে। ১৯৭১ সেই সব দিন নির্মাণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের ছবিও যে বাণিজ্যিক ছবি হতে পারে ঋদি হক সেটি করে দেখিয়েছেন।
আমাদের চলচ্চিত্রের সোনালাী সময় ফিরে আসছে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের মধ্যদিয়ে। মেধাবী সৃষ্টিশীল তরুন প্রজন্ম চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার মাধ্যমে সেটি সম্ভব হয়েছে। বায়োস্কোপ ফিল্মস প্রবাসী বাংলাদেশীদের কাছে সেই ছবি প্রদর্শনের আয়োজন করে ভালোবাসা কুড়িয়েছে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.