× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

দেশি আমেজে উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজার সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিনিধি-

২৩ অক্টোবর ২০২৩ ০৬:০৪ এএম । আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১০:১৩ এএম

কুইন্সের ওজনপার্কের মারকুইস পার্টি হলে চলছে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম বৃহত্তম সংগঠন বিয়ানীবাজার সমিতির নির্বাচন। কঠোর নিরাপত্তা আর উৎসব মুখর পরিবেশের এই নির্বাচন দেশের নির্বাচনী ঐতিহ্যকেই যেনো মনে করিয়ে দেয়।

ভোট কেন্দ্রের বুথের বাইরে ভোটারদের দীর্ঘসারি, ভোটার নাম্বার যাচাইয়ের জন্য ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের স্টল, নির্বাচনকে ঘিরে গড়ে ওঠা খাবারের দোকান, ভোটারদেরকে গাড়িতে করে নিয়ে আসা, শেষমুহুর্তেও ভোটারের মন গলানের চেষ্টার মতো বিষয়গুলো নির্বাচনী আমেজকে বাড়িয়ে তোলো।

১৯টি পদের বিপরীতে নির্বাচনের প্রতিদ্বন্ধিতাকারী মিসবাহ-অপু পরিষদ এবং মান্নান-জুয়েল পরিষদের দুই সেক্রেটারি প্রার্থী জহির উদ্দিন জুয়েল এবং রেজাউল আলম অপু ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট। এবং নিজেদের জয়ের ব্যাপারে তারা আশাবাদ ব্যাক্ত করেন। নির্বাচনে মোট ভোটার প্রায় ৮ হাজার।

ভোট কেন্দ্রের অভ্যন্তরে ভোটারদের তথ্য যাচাইয়ে পোলিং এজেন্ট ও নির্বাচনী কর্মকর্তাদের টেবিলের সামনেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি।

নিজেদের পারস্পরিক সংহতির জন্য প্রতিষ্ঠত এই সমিতির সদস্যরাও ভোটে অংশ নিতে পেরে সন্তুষ্ট। ফলাফল যাইহোক গণতান্ত্রিক প্রকৃয়ায় সদস্যরা অংশ নিচ্ছে এই বড় কথা এমনটি বলছেন ভোট দিতে আসা আবুল হাসনাত (৫২) ও আব্দুল বাসেত (৫৬)।

প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন নির্বাচন প্রকৃয়ায় সহযোগীতার জন্য ভোটার, প্রার্থীসহ সংশ্লষ্টি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দুপুর দুইটা পর্যন্ত ৪০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান তিনি।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.