আলোচনা করছেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্ণর ড. কফিল উদ্দিন সরকার সালেহী। ছবি-দেশি খবর।
আলোচনা করছেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্ণর ড. কফিল উদ্দিন সরকার সালেহী। আলোচনা শুনছেন ধর্মপ্রাণ মুসুল্লীবৃন্দ। ছবি-দেশি খবর।
আলোচনা পেশ করছেন জার্মানীর বায়তুল মোকারম মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী। ছবি-দেশি খবর।
নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত ওজনপার্কের ফুলতলী জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শানে রিসালাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর বুধবার বাদ আছর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই মাহফিলে জীবন গঠন এবং আল্লাহ সুবহানাহুতায়ালার নৈকট্য লাভের জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন থেকে শিক্ষা গ্রহণ, কুরআন ও হাদিস থেকে শিক্ষা গ্রহণ সর্বপরি প্রিয় নবী (সাঃ)কে ভালোবাসার ওপর গুরুত্বারোপ করেন আলোচকবৃন্দ।
ফুলতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলীমের সভপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্ণর ড. কফিল উদ্দিন সরকার সালেহী। বিশেষ অতিথি ছিলেন জার্মানীর বায়তুল মোকারম মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী। মাহফিল সঞ্চালনা করেন মসজিদের সেক্রেটারি জামাল হোসেন।
প্রধান অতিথি পবিত্র কুরআনের সূরা ও আয়াত উল্লেখ করে নবী রাসুলগণের পৃথিবীতে আগমন এবং আল্লাহ সুবহানাহুতায়লার কাছে তাঁদের দোয়া কবুলের দিকসমূহ তুলে ধরেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম এই পৃথিবীর মানুষের কল্যাণের এক প্রকৃষ্ট উদাহরণ। ইসলামের প্রসার, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করে দেখিয়েছেন। কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি উল্লেখ করেন- নবীজি (সাঃ) যেভাবে আল্লাহ’র সন্তুষ্টির জন্য কাজ করে সেভাবে দ্বীনকে ধারণ করতে হবে। প্রিয় নবীজি (সাঃ)কে ভালোবাসার মাধ্যমে আমাদেরকে নিজের জীবনে সেই চর্চা করতে হবে। নবীজির (সাঃ) জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা-চর্চা অব্যাহত রাখার ওরপ তিনি গুরুত্বারোপ করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2025 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.