× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

নিউইয়র্কে মসজিদে মাইকে আযানের অনুমোদন, মসুলমানদের মাঝে আনন্দ

নিজস্ব প্রতিনিধি-

২৮ আগস্ট ২০২৩ ০৯:৫৫ এএম । আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২৯ এএম

এটি ম্যানহাটনের ইস্ট ৯৬ স্ট্রিটে এবং থার্ড এভিনিউর কোনায় অবস্থিত ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্ক এর মসজিদের ছবি। ছবিটি গত রমজান মাসে তোলা। ছবি-রুদ্র মাসুদ।

মসজিদে মাইকে আজান প্রচারের এক যুগান্তকারী অনুমোদন দিয়েছে নিউইয়র্ক সিটি। যার ফলে এখন থেকে সিটির প্রতিটি মসজিদ থেকে শোনা যাবে নামাজের আহবান, যা মুসলনামদের কাছে আযান নামে পরিচিত। ২৪ আগষ্ট সিটির পুলিশ বিভাগের কমিউনিটি এ্যাফেয়ার্স ব্যুরোর উপ-কমিশনার মার্ক টি স্টুয়ার্ট স্বাক্ষরিত পরিপত্রে এটি উল্লেখ করা হয়। এতোদিন শুধুমাত্র অনুমোদিত মসজিদের মসজিদে মাইকে আযান প্রচারের বিধান ছিলো। 

তবে; পরিপত্রে সূর্যাস্তের পর থেকে পরবর্তী ৯ ঘন্টা মাইক ব্যবহারের ক্ষেত্রে সিটির সাউন্ড কোডের বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হয়। যাতে করে ফজর নামাজ এবং এশার নামাজের আযানে মাইকের ব্যবহার করা যাবেনা। একইসাথে সহনীয় মাত্রায় আযান প্রচারের অনুরোধ করা হবে।

এদিকে মাইকে আযান প্রচারের পরিপত্র জারী হওয়ার পর থেকে নিউইয়র্ক সিটিতে মুসলমানদের মাছে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিপত্রের কপি। সন্তোষ প্রকাশ করেন মুসলমানরা, অনেকে লাইভে এসে নিজেদের প্রতিক্রিয়া জানান। কারন; দীর্ঘদিন ধরে মুসলমানদের বিভিন্ন কমিউনিটি গ্রুপ সিটি কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে আসছিলেন। এনিয়ে প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন অনেকে। ডেপুটি কমিশনারও বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।

পরিপত্রে উল্লেখ করা হয় ধর্ম পালনের স্বাধীনতার অধিকারের বিষয়টি প্রতিটি আমেরিকানের মৌলিক অধিকার। মুসলমানদের জন্য ইসলাম একটি জীবন ব্যবস্থা এবং আযান হচ্ছে প্রার্থনার জন্য একটি গুরুত্বপূর্ণ রীতি। যা জাগতিক বিষয়সমূহকে পেছনে ফেলে মুসলমানদেরকে বাধ্যতামূলকভাবে মসজিদে আসার বিষয়টি স্মরণ করিয়ে দেয়। দিনে ৫বার আযান প্রচারে ২ থেকে ৫ মিনিট সময়ের প্রয়োজন হয়। প্রার্থনা তথা নামাজের সময়সূচীতে সূর্যোদয় এবং সূর্যাস্তের ওপর ভিত্তি করে তারতম্য হয়ে থাকে। 

ডেপুটি কমিশনার মার্ক টি স্টুয়াট- মুসলিম কমিউনিটি নেতৃবৃন্দকে প্রতিবেশীদের সাথে যোগাযোগ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং মাইকের সাউন্ড সহনীয় মাত্রায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে কমিউনিটি এ্যাফেয়ার্স ব্যুরোর কর্মীরা মসজিদ পরিদর্শন, সহায়তা এবং কমিউনিটিতে সহাবস্থান বজায় রাখতে সহায়তা করবে।

 মাইকে আযান প্রচার প্রসঙ্গে ওজন পার্কে বায়তুন নূর মসজিদের খতিব ও ইমাম মাওলানা বেলাল হোসাইন বলেন- এটি মসুলমানদের জন্য ইতিবাচক খবর এবং নিঃসন্দেহে নিউ ইয়র্ক সিটির এই অনুমোদন প্রশংসনীয়। এতে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং মুসলমানদের দায়িত্বও বটে। আগামি সময়ে প্রতিবেশীদের সাথে আলোচনাক্রমে ফজর এবং এশার নামাজের আজানও মাইকে প্রচার করা যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

নিউ কার্ক হযরত বেলাল (রাঃ) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান বলেন- আগে শুধুমাত্র অনুমোদিত মসজিদে মাইকে আযান প্রচার করা যেতো। এখন থেকে সকল মসজিদে মাইকে আযান প্রচার করা যাবে। এটি অত্যন্ত আনন্দের খবর মসুলমানদের জন্য। তিনি এজন্য নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ, এনওয়াইপিডি-সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সাথে সকল ধর্মের মানুষের এবং প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বাররোপ করেন।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.