সুস্থ্য দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন কিংবা দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে- এরকম জীবনমুখী ধারণা লালন করা মানুষদের অংশগ্রহণে বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কে উদযাপিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। শনিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএ'র উদ্যোগে ইনডোর ও আউটডোরে নানা আয়োজনে তৃতীয়বারের মতো দিবসটি উদযাপনে অংশ নেয় সববয়সীরা।
ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএ'র জ্যামাইকাস্থ কার্যালয়ে এবারের বিশ্ব মেডিটেশন দিবসের কর্মসূচীর শুরু হয়। এতে কোয়ান্টাম পরিবারের সদস্য ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। সোসাইটি’র দায়িত্বশীল এমদাদ উল্যাহ ভূঁঞার সঞ্চালনায় “বিশ্ব মেডিটেশন দিবস: কি, কেন এবং কিভাবে” শীর্ষক বিশেষ ডকুমেন্টরি উপস্থাপন করা হয়।
এরপর ছিলো শাখার নিয়মিত ইভেন্ট মেডিটেশন। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এতে সরাসরি অংশ নিয়ে দিবসের তাৎপর্য এবং প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ'র নির্বাহী পরিচালক ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ। এসময় তিনি বিষয়ভিত্তিক আলোচনা "রোগ নিরাময়ে মনের ভূমিকা" বিষয়ে বিশদ আলোচনা করেন।
মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টির মধ্যে দুপুরের পর দ্বিতীয় পর্বের কর্মসূচীতে অংশ নিতে সবাই পৌঁছায় ইস্ট রিভারের কোল ঘেষে ছায়াসুবিবিড় এস্টেরিয়া পার্কে। কর্মসূচীর শুরুতে কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারির শুভেচ্ছা বাণী এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গুরুজী শহীদ আল বোখারি মহাজাতকের শুভেচ্ছা বক্তব্য পেশ করা হয়। এসময় উপস্থিত সকলে “ভালো মানুষ ভালো দেশ” নামের বিশেষ মেডিটেশনে নিমঘœ হন।
বৃষ্টির শব্দে বৃহদাকৃতির ছাতার নিচে অবস্থানকারীরা এসময় বিশেষ মেডিটেশন, কোয়ান্টাম পরিবারের সদস্য রেজাউল করিমের গান এবং প্রবীণ সদস্যা জাকিয়া সুলতানার কবিতা আবৃতিসহ নানা এ্যাকটিভিটির মধ্যদিয়ে আনন্দঘন সময় অতিথিবাহিত করেন। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে।
প্রসঙ্গত: ২০২১ সাল থেকে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে বিশ্ব মেডিটেশন দিবন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.