সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরামের সহ-সভাপিত জাহাঙ্গীর সহরোয়ার্দী। ছবি- নিহার সিদ্দীকির সৌজন্যে।
সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন। ছবি- নিহার সিদ্দীকির সৌজন্যে।
সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া। ছবি- নিহার সিদ্দীকির সৌজন্যে।
গত ১ মে সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সামনে অতর্কিতে হামলা, সংঘর্ষের ঘটনা ও নিজেদের নেতাকর্মীর আহত হওয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ও যুব ফোরাম। এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ফোরামের নেতাকর্মীদের হামলা করা হয় বলে দাবী করা হয়েছে। একই সময়ে কেন্দ্রে ছবি ও ভিডিও বার্তা পাঠিয়ে ভুল তথ্য দেওয়ায় বিএনপির কোন কোন নেতার সমালোচনা করা হয়।
রোববার রাতে নিউইয়র্কেও ব্রুকিলনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি নাঈম টুটুল। সাধারণ সম্পাদক আহমেদ সালেহ রুমেলের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সহ-সভাপতি জাহাঙ্গীর সহরোয়ার্দি। প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর সহরোয়ার্দি বলেন- ব্রুকলিন থেকে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ও যুব ফোরামের নেতাকর্মীরা একটি বড় বাস এবং ৮টি গাড়িতে করে সকাল ৭টায় বিশ্ব ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেয়। কোন ধরণে কারণ ছাড়াই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে হামলা হয় তাঁদের ওপর। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। সবাই সেটি ভিডিওচিত্রে দেখেছেন। হামলায় নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির নেতা রিপন মিয়া, ভার্জিনিয়া বিএনপির সেক্রেটারি তোফায়েল আহম্মদ, ফোরামের সেক্রেটারি আহম্মেদ সালেহ রুমেল, বাদল মীর্জা, রহিমুল ইসলাম প্রিন্সসহ নেতাকর্মীরা আহত হন। যে ছেলেটি আটক হয় সে এসেছে মাত্র ১০দিন পূর্বে। সেদিন আহত হয়েছিলেন বিএনপির সহ আন্তঃজাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীনও।
তিনি বলেন- পরবর্তী কর্মসূচীতে যোগদান এবং আহত নেতাকর্মীদের সুস্থ হতে সময় লাগায় সাংবাদিক সম্মেলন করতে বিলম্ব হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতিতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে উপেক্ষিত। জসিম উদ্দিন ভূঁঞা, নাঈম টুটুল, আহমেদ সালেহ রুমেলের নেতৃত্বে তাঁরা আজ ঐক্যবদ্ধ।
তিনি ঈঙ্গিত করে বলেন- ১ মে সকাল ৭টায় বিশ্ব ব্যাংকের সামনে উপস্থিত হয়েছে যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ও যুব ফোরামের নেতাকর্মীরা। হামলার শিকার হয়ে আহত হয়েছে, অস্তিত্ব রক্ষায় সংঘর্ষে জড়িয়েছে এবং পুলিশে হাতে একজন আটক হয়েছে। কিন্তু; কেন্দ্রকে ভুল তথ্য দেয়া হয়েছে। সকাল ১০টায় হাজির হয়ে কেউ কেউ ছবি তুলে, ভিডিও কওে কেন্দ্র এবং লন্ডনে পাঠিয়ে ক্রেডিট নেয়ার চেষ্টা করেছেন। তিনি এমন হীন কর্মকান্ডের তীব্র নিন্দা জানান। এসময় সমস্বরে উপস্থিত ফোরামের নেতাকর্মীর তাঁর সাথে একাত্মতা প্রকাশ করেন।
সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন রিপন মিয়া, বাদল মীর্জা, রহিমুল ইসলাম প্রিন্স, মোজাম্মেল হোসেন সোহাগ, নাজমুল হোসেন প্রমুখ।
সাংবাদিক সম্মেলনের বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া বলেন- বর্তমানে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি কার্যকর না থাকায় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আন্দোলন ও কর্মসূচীতে সক্রিয় থাকছে। এর ধারাবাহিকতায় বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ও যুব ফোরাম ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেয়। কিন্তু সিদ্দুকর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে হামলা করে। এনিয়ে সংঘর্ষে বিএনপি নেতাকর্মীরা আহত হন।
তিনি বিক্ষোভে অংশ নেয়া ও আহতদের শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আগামি সময়ে কেন্দ্র থেকে আগত যে কোন কর্মসূচী ঐক্যবদ্ধভাবে পালনের আহবান জানান।
সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথি বিএনপির সহ আন্তঃজাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন তাঁর বক্তৃব্য বলেন- যারা বিক্ষোভে অংশ নিয়েছেন স্বতস্পূর্তঃভাবে সেইসকল নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। যারা আহত হয়েছেন এবং আহত হওয়ার কারণে কাজে যোগদিতে পারছেননা সেইসকল নেতাকর্মী প্রতি সমবেদনা। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা কর্মসূচী সংগঠিত করেছে। লন্ডন থেকে আহবান পেয়ে নেতাকর্মীরা যে সাড়া দিয়েছে তা অকল্পনীয়। যুক্তরাষ্ট্রের মাটিতে বিএনপির কর্মসূচীতে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ছে দিন দিন।
এসময় রাজপথে সকল দাবির ফয়সালার জন্য নেতাকর্মীদেও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। একইসাথে বিএনপি চেয়ারপার্সনের মুক্তি, ভাইস চেয়াম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি জানান।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.