× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

শ্রদ্ধা ভালোবাসায় নিউইয়র্কে পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ

নিজস্ব প্রতিনিধি-

০১ মে ২০২৩ ০৩:০৩ এএম । আপডেট: ০১ মে ২০২৩ ০৬:২৪ এএম

বাংলাদেশের নিপীড়িত মানুষের পক্ষে লড়াইয়ের সামনের কাতারের মানুষ, মুক্তিযুদ্ধের সংগঠক আজীবন সংগ্রামী সদ্যপ্রয়াত পঙ্কজ ভট্ট্রাচার্যকে শ্রদ্ধ, ভালোবাসায় স্মরণ করা হয়েছে নিউইয়র্কে। ২৯ এপ্রিল শনিবার বিকালে জ্যাকসন হাইটের জুইস সেন্টারে নাগরিক শোকসভায় বক্তারা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের চিত্র তুলে ধওে বলেছেন- সারাজীবন তিনি লড়াই সংগ্রাম চালিয়েছেন জনগণের মুক্তির জন্য। যতোদিন শোষিত মানুষের লড়াই চলমান থাকবে ততদিন বাংলাদেশে পঙ্কজ ভট্টচার্যের মতো মানুষদেও আত্মত্যাগ আর সংগ্রামের কথা প্রাসঙ্গিত থাকবে। 

মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত করতে আর সংগ্রামী চেতনা ছড়িয়ে দিতে সমবেত কন্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ সমতবেত কন্ঠে এই গানের মধ্যদিয়ে শুরু হয় নাগরিক শোকসভা। সভার শুরুতে জননেতা পঙ্কজ ভট্টাচার্য, গোপেশ মালাকারসহ দেশ মাতৃকার জন্য জীবন দেয়া বীরদের স্মরণে একমিনিট নীরবে দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।  

ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্যের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মি অধ্যাপক মজিবুর রহমান শোকসভায় সভাপতিত্ব করেন। বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভায় পংকজ ভট্রাচার্যের জীবনী তুলে ধরেন উদিচীর সম্পাদক আলীম উদ্দীন। বৈরী আবহাওয়ায়ও জুইশ সেন্টারের নাগরিক শোকসভায় জড়ো হয়েছিলেন বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা। যাদের অনেকেই কাছ থেকে দেখেছেন এই সংগ্রামী রাজনৈতিক নেতাকে। এসময় পংকজ ভট্টাচার্যের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগঠকের ভূমিকা ও দেশের বাম রাজনতিতে তার অবদানের কথা তুলে ধরেন বক্তারা।

নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মনজুর আহমদ, খোরশেদ ইসলাম, ড. নজরুল ইসলাম,  লেখক সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, রুহেল চৌধুরী, ওবায়দুল্লাহ মামুন, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী , টাইম টিভি’র সিইও আবু তাহের, নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, সাংবাদিক সাগর লোহানী, মনিকা রায় চৌধুরী, শরাফ সরকার, সুব্রত তালুকদার, সাংবাদিক আদিত্য শাহিন, লেখক সাংবাদিক রহমান মাহবুব, এডভোকেট নাসির উদ্দীন,সাগর লোহানী,রতন কর্মকার, মিথুন আহমেদ, আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গতঃ ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক পঙ্কজ ভট্টচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।  ছাত্র আন্দোলনে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন। 

১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ১৯৬৭ সালে ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন।

পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। তিনি স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ'র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন । ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের সময় তিনি ছিলেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য।

পরে সম্মিলিত সামাজিক আন্দোলন নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ২০১৩ সালে তিনি ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.