ওজনপার্কের পিএস ৬৪ স্কুুলের মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠানের জন্য মুসুল্লীদের স্বাগত জানিয়ে ফুলতলী মসজিদে পক্ষ থেকে ব্যানার লাগানো হয়। ছবি-রুদ্র মাসুদ।
বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্ক নগরে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে স্কুলের খেলার মাঠ, নগর কর্তৃপক্ষের পার্কিং লট এবং মসজিদ সংলগ্ন সড়কে নামাজ আদায়ের অনুমতি নেওয়া হয়েছে খোলা আকাশের নিচে ঈদের জামায়াত অনুষ্ঠানের জন্য।
মুসলমানদের বৃহত্তর এই ধমীয় উৎসবকে ঘিরে কথা হয় বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটি, খতিব ও ঈদগাঁ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে। তাঁরা দেশি খবরকে জানান- আবহাওয়া অনুকূল থাকায় খোলা আকাশের নিচে ঈদের জামায়াতে বিপুল সংখ্যক মুসুল্লীর উপস্থিতি ঘটতে পারে। এজন্য কোথাও কোথাও ৫টি জামায়াতও অনুষ্ঠিত হবে। যেসকল মসজিদ খোলা আকাশের নিচে জামায়াত অনুষ্ঠানের আয়োজন করেনি তাঁরা মসজিদে যথারীতি একাধিক জামায়াতের ব্যাবস্থা করেছেন। মসজিদগুলোর পক্ষ থেকে ঈদের জামায়াতে অংশ নিতে মুসুল্লীদের আমন্ত্রন জানানো হয়েছে।
নগরীর ব্রুকলিনের কেনসিংটনে (চার্চ-ম্যাকডোনাল্ড) চার্চ এভিনিউ ও এভিনিউ সি’র মধ্যবর্তী ম্যাকডোনাল্ড এভিনিউতে সড়কের ওপর বৃহত্তম ঈদের জামায়াতের আয়োজন করে থাকে বায়তুল জান্নাহ জামে মসজিদ। এখানে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ওমর ফারুক মাসুদ। তাঁর মতে নগর কর্তৃপক্ষ ও নগর পুলিশের পক্ষ থেকে নামাজের জন্য অনুমোদিত জায়গায় একসাথে ২০ হাজার মুসুল্লী জামায়াতে নামাজ আদায় করতে পারবে। তাঁর আশা এখানে ঈদের নামাজে ১৫ হাজার মানুষ অংশ নিবে।
ব্রুকলিনের ২১৩৫ পিটকিন এভিনিউতে অবস্থিত মসজিদ আন নামিরার পক্ষ থেকে মসজিদ সংলগ্ন খেলার মাঠে ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় এখানে জামায়াত অনুষ্ঠিত হবে।
ব্রংকস্রে পার্কচেষ্টারে বাংলাবাজার জামে মসজিদের উপদেষ্টা কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার বলেন- তাঁদের মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। মসজিদ সংলগ্ন পিএস ১০৬ স্কুলের প্লে-গ্রাউন্ডে খোলা আকাশের নিচে ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে মসজিদের পক্ষ থেকে। এজন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে; বৈরী আবহাওয়া হলে মসজিদের অভ্যন্তরে জামায়াত অনুষ্ঠিত হবে। তিনি আশা করছেন তিন হাজার মসুল্লী ঈদের জামায়াতে অংশ নিবে।
এছাড়া পার্কচেষ্টার জামে মসজিদেও পক্ষ থেকে মসজিদ সংলগ্ন সড়কে খোলা জায়গায় ঈদেও নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকে বরাবরের মতোই খোলা মাঠে ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে ১৬৮ স্ট্রিট ও ৮৪ এভিনিউর কর্ণারের মাঠে। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এই খোলা মাঠের ঈদ জামায়াত।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদেও রাজধানীখ্যাত জ্যাকসন হাইটস্ এর ডাইভারসিটি প্লাজায় খোলা মাঠে ঈদের জামায়াতের আয়োজন করেছে নিউইয়র্ক ঈদগাঁ কর্তৃপক্ষ। মোহাম্মদী সেন্টারের পরিচালনায় গত একযুগ ধরে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন ঈদগাঁর দায়িত্বশীল ইমাম কাজী কাইয়ুম। তিনি জানান, সকাল ৭,৮,৯,১০ ও ১১টায় মোট ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে এখানে। পাঁচটি জামায়াতে অংশ নেওয়া মুসুল্লীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী একজন প্যাকেজে ফ্রি ওমরাহ পালনের সুযোগ পাবেন।
ব্রুকলিনের নিউকার্কের হযরত বেলাল (রাঃ) মসজিদের সভাপতি মফিজুর রহমান জানিয়েছেন, মসজিদে সকাল ৭, ৮ এবং ৯টায় তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৯টার জামায়াতে পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নিবেন।
ব্রুকলিনের ৭৬৯ বার্গিন স্ট্রিটের বায়তুশ শরফ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
নগরীর অন্যতম বৃহত্তম মসজিদ ম্যানহাটনের নাইনটিসিক্স স্ট্রিট ও সেকেন্ড এভিনিউর কর্ণারে অবস্থিত দ্যা ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে সকাল ৮,৯,১০,১১ এবং সাড়ে ১১টায় মোট ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে জানানো হয়েছে।
উডসাইডের আহলুল বাইত মিশন মসজিদের খতিব মুফতী ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী জানান, মসজিদের সামনের সড়কে খোলা আকাশের নিচে ঈদে নামাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে।
কুইন্সের ওজনপার্কের লিবার্টি ও ৮৯ স্ট্রিটের কর্ণারে অবস্থিত বায়তুন জামে মসজিদের পক্ষ থেকে মসজিদের সামনের সড়কে ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াতে মসজিদের সামনের সড়কে পুরুষরা এবং মসজিদের অভ্যন্তরে মহিলাদের জন্য ব্যাবস্থা থাকবে বলে জনিয়েছেন মসজিদের সভাপতি রুহুল আম্বিয়া সুমন।
নিউইয়র্ক সিটির অন্যতম বৃহত্তম মসজিদ ওজনপার্ক সিটিলাইনের মসজিদ আল-আমানের পক্ষ থেকে ঈদের আয়োজন করা হয়েছে পার্শ্ববর্তী গ্র্যান্ড সাবওয়ের পেছনের সিটির পার্কিং লটে। মসজিদ কমিটির সেক্রেটারি শরীফ উদ্দিন জানিয়েছেন সকাল সাড়ে ৮টায় এখানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
ওজন পার্কের ফুলতলী জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন ও সেক্রেটারি মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন ১০১ এভিনিউ ও ৮৩ স্ট্রিটে অবস্থিতি পিএস ৬৪ স্কুলের মাঠে মসজিদের পক্ষ থেকে খোলা মাঠে ঈদের জামায়াতের ব্যাবস্থা করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঈদ জামায়াত আয়োজনের স্থানগুলো ঘুরে দেখা গেছে মুসুল্লীদের সুবিধার্থে শুক্রবার ঈদ জামায়াতের স্থলে কোন গাড়ি পাকিং করা না হয় সেজন্য নগর পুলিশের সংশ্লিষ্ট প্রিসেন্টের পক্ষ থেকে সরবরাহকৃত নো-পাকিং সাইন লাগানো হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহলও। মসজিদ পরিচালনা কমিটির সাথেও পুলিশের নিবিড় যোগাযোগ রয়েছে বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.