× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বাংলাদেশিসহ ৪৪০ জনকে উদ্ধার

অনলাইন ডেস্ক

০৭ এপ্রিল ২০২৩ ১৭:৩৭ পিএম

ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে ৪৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। চার দিন ধরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি সাগরে নিয়ন্ত্রণহীন ঘুরছিল। প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় বুধবার তাঁদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ডক্টরস উইদআইট বর্ডার্স (এমএসএফ) নামের সংগঠন উদ্ধার করে। দ্য প্রিন্ট অনলাইন এ খবর জানিয়েছে।

বাংলাদেশি ছাড়াও নৌকাটিতে সিরিয়া, পাকিস্তান, মিসর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাঁরা লিবিয়া থেকে ইউরোপের ইতালির উদ্দেশে রওনা করেন। ঠিক কতজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, তা জানা যায়নি।

উদ্ধার হওয়াদের মধ্যে আট নারী ও ৩০টি শিশু রয়েছে। এমএসএফের এক মুখপাত্র জানান, উদ্ধার হওয়া একজন পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হেলিকপ্টারে মাল্টায় নেওয়া হয়। এ অভিবাসনপ্রত্যাশীরা ১ এপ্রিল পূর্ব লিবিয়ার বেনগাজির কাছ থেকে যাত্রা করেন। চার দিন তাঁরা সাগরে অবস্থান করেছেন। এর মধ্যে শেষ দু’দিন ছিলেন না খেয়ে।

এমএসএফ জানায়, তাদের জিও ব্যারেন্ট জাহাজ বৈরী আবহাওয়ার মধ্যে রাতভর অভিযান চালিয়ে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.