ভারতে প্রথমবারের মতো রিটেল স্টোর খুলতে যাচ্ছে অ্যাপল। দীর্ঘ অপেক্ষার পর বুধবার এ টেক জায়ান্ট সংস্থা মুম্বাইয়ে নিজেদের স্টোরের পর্দা উন্মোচন করেছে। চলতি মাসেই এটি চালু হতে পারে। ২০২১ সালে এটি খোলার পরিকল্পনা ছিল, কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি।
অ্যাপল এক বিবৃতিতে জানায়, মুম্বাইয়ের অনন্য আইকনিক কালি পিলি ট্যাক্সি ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়ে অ্যাপল বিকেসি ডিজাইন করেছে। এছাড়া রিটেইল স্টোরে সৃজনশীলভাবে হ্যালো মুম্বাই লেখা রয়েছে। স্টোরটি ২২ হাজার স্কয়ারফিট জায়গাজুড়ে থাকবে। চলতি বছরের জানুয়ারি থেকে রিটেইল স্টোরটির বিভিন্ন পদে নিয়োগ দেওয়া শুরু হয়েছে।
বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকরা লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপড, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপডসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সেবা পাওয়া যাবে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার ভারত। আইফোনসহ প্রায় সব অ্যাপল প্রোডাক্টের চাহিদা রয়েছে দেশটিতে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল প্রোডাক্ট বিক্রিও বেড়েছে ভারতে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2025 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.