বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী রোয়াংছড়ি সদর ইউনিয়ন খামতাং পাড়ায় সন্ত্রাসীদের দুই গ্রুপের সংঘর্ষে আট জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা আড়াইটার দিকে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান প্রতিদিনের বাংলাদেশকে ৮ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে আটজনের মরদেহ উদ্ধার করেছি।’
স্থানীয়দের বরাতে ওসি জানান, গত দুদিন ধরে রোয়াংছড়ি সদর ইউনিয়ন খামতাং পাড়া ও আশপাশ এলাকায় গণতান্ত্রিক ইউপিডিএফ ও কেএনএফের মধ্যে গোলাগুলি চলছিল। আজ সকালে স্থানীয়রা জানায় খামতাং পাড়ায় কয়েকটি লাশ পড়ে আছে, খবর পেয়ে রোয়াংছড়ি পুলিশ বেলা ১টায় ঘটনাস্থল থেকে আটজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে।’
তিনি বলেন, ‘মরদেহগুলো কোন গ্রুপের তা নিশ্চিত করা যায়নি এবং পরিচয়ও শনাক্ত করা যায়নি।’
অবশ্য সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল আর্মি পরিচালিত ফেইসবুক পেইজে তাদের ৭ সদস্য নিহত হয়েছে বলে পোস্ট দিয়েছে।
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান।
ঘটনাস্থল খামতাং পাড়া রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমানা। এটি খেয়াং জনগোষ্ঠীর পাড়া। ঘটনার পর খামতাং পাড়ার লোকজন রোয়াংছড়ি ও রুমা উপজেলা সদরে নিরাপদ আশ্রয়ে চলে গেছে বলে জানান পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লা মং মারমা।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.