সাইবার নিরাপত্তা ঝুঁকিতে থাকে ছাত্রছাত্রী থেকে শুরু করে সববয়সীর ইন্টারনেট ব্যবহারকারীরা। তথ্য-প্রযুক্তির এই বহুল ব্যবহারের সময়ে ছাত্রীদের জন্য এটি আরো বেশী গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় নোয়াখালীতে ছাত্রীদের নিয়ে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ’র সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এই সভা আয়োজন করে।
রোববার সদর উপজেলার কালিতারা মুসলিম গার্লস একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হান। সদস্য শিউলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো: জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনাব মোহাম্মদ আবদুল হামিদ, কালিতারা মুসলিম গার্লস একাডেমীর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
সভায় সংগঠনের অভিজ্ঞ সদস্যরা স্লাইড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার স্পেসে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে এবং নিরাপদ ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে তা নিয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন।
অতিথিবৃন্দ বলেন, তথ্য-প্রযুক্তির ব্যবহার হতে হবে প্রয়োজনীয় এবং সুরক্ষিত। এজন্য একজন ছাত্রীকে তথা শিক্ষার্থীকে সচেতন হতে হবে। নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর তরুণরা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তি নির্ভর আগামির বাংলাদেশ গড়তে তাদের অবদান গুলো লক্ষ্যণীয়। এরা সম্ভাবনাময়, আমরা তাদের সাধুবাদ জানাই।
“সচেতনতার মাধ্যমেই সমাধান মিলবে” এই বিশ্বাস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় তরুণদের সংগঠন “নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স”।
অধিবেশনের শেষ পর্যায়ে সকল শিক্ষার্থী, অতিথি ও সদস্যরা একইসাথে বাঁশি বাজিয়ে যারা সাইবার অপরাধের সাথে যুক্ত, প্রতিনিয়ত সাইবার স্পেসে ছড়িয়ে দিচ্ছে বিষবাষ্প তাদের উদ্দেশ্যে হুশিয়ারী সংকেত প্রদান করা হয়।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.