× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীরের ৪৮তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি-

১০ জুলাই ২০২৩ ০৭:৫৯ এএম । আপডেট: ২৮ আগস্ট ২০২৩ ০৯:৫৫ এএম

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাস্ট্র প্রবাসী সাংবাদিক ও দেশি খবর’র সম্পাদক মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ) এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৪৮তম মৃত্যুবার্ষিকী ১০ জুলাই সোমবার । ১৯৭৫ সালের এইদিনে রাজনৈতিক মতাদর্শিক কারণে রক্ষ্মীবাহিনীর হাতে খুন হন তিনি।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ মরহুমের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মরহুমের সকল সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী সকলের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

প্রসঙ্গত ঃ মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন এবং স্বাধীনতা পরবর্তীকালে জাসদ রাজনীতির সাথে যুক্ত হন ইঞ্জিনিয়ার নজীর আহম্মদ। জাসদের গণবাহিনীর একজন সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১০ জুলাই বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে রক্ষীবাহিনী তাঁকে গুলি করে হত্যা করে।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.