তথ্য প্রযুক্তির দুনিয়ায় এখন প্রতিনিয়ত মানুষ যুক্ত হচ্ছে নানান প্রয়োজনে। তরুণ শিক্ষার্থীদের একটি বড় অংশ এর ব্যবহারকারীও বটে। শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয়তা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের সক্রিয়তাই বেশী। কিন্তু ইন্টারনেট পরিষেবা গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রে সতর্ককতা অনেক জরুরী, ঝুঁকি এড়াতে দারকার সচেতনতা। তাই; শিক্ষার্থীদের মাঝে সচেনততা বাড়াতে নানান কর্মসূচী বাস্তবায়ন করে আসছে “সচেতনতার মাধ্যমেই সমাধান মিলবে” শ্লোগান ধারণ করে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স।
সোমবার ৩’শ শিক্ষার্থীকে নিয়ে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক অধিবেশনের আয়োজন করে সংগঠনটি। নোয়াখালী সরকারি মহিলা কলে মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’র সভাপতি সাইদুর রহমান রায়হান। শিউলি আক্তারের সঞ্চালনায় অধিবেশনে প্রধান বক্তা ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ওয়াচ) প্রিয়তোষ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকি রাজু, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে রাব্বী রবনা।
অধিবেশনে শিক্ষার্থীরা কিভাবে সাইবার স্পেসে নিজেদের সুরক্ষিত রাখবে এবং নিরাপদভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে তা নিয়ে সাম্যক ধারণা প্রদান করেন সংগঠনের অভিজ্ঞত সদস্যরা। অধিবেশনে প্রয়োজনীয় স্লাইড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
বক্তব্যে অতিথিবৃন্দ বলেন- নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর তরুণদের পদক্ষেপগুলো প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে তাঁদের অবদান গুলো লক্ষ্যণীয়। সম্ভাবনাময় এ তরুণেদর সাধুবাদ জানাই।
অধিবেশনের শেষ পর্যায়ে সকল শিক্ষার্থী, অতিথি ও সদস্যরা একইসাথে বাঁশি বাজিয়ে যারা সাইবার অপরাধের সাথে যুক্ত, প্রতিনিয়ত সাইবার স্পেসে ছড়িয়ে দিচ্ছে বিষবাষ্প তাদের উদ্দেশ্যে হুশিয়ারী সংকেত প্রদান করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.