বাণিজ্য মন্ত্রণালয়ের ইসিফোরজে প্রকল্পের অডিটোরিয়ামে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান বিডিএফএ'র নেতাদের হাতে লাইসেন্সটি তুলে দেন। ছবি-দেশি খবর।
দেশের প্রাণিসম্পদ খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএ) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (টিও) লাইসেন্স পেয়েছে। বুধবার রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ের ইসিফোরজে প্রকল্পের অডিটোরিয়ামে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান বিডিএফএ'র নেতাদের হাতে লাইসেন্সটি তুলে দেন।
এ সময় বিডিএফএ'র সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহ ইমরান ও সহ-সভাপতি আলী আজম রহমান শিবলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের দুগ্ধ ও ডেইরি খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সংগঠনটি। ৫০ হাজারেরও বেশি খামারি এ সংগঠনের সদস্য।
নেতৃবৃন্দ জানান, খামারিদের জীবনমান উন্নয়ন ও সরকারি নানা সহায়তা প্রাপ্তিতে অগ্রণী ভূমিকা রাখছে বিডিএফএ। ফলে প্রাণিসম্পদ খাত এগিয়ে যাচ্ছে, শিক্ষত তরুণরাও এ পেশায় ঝুঁকছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের টিও লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে সংগঠনটি আরেক ধাপ এগিয়ে গেল। রপ্তানি ও সরকারের নানা নীতি সহায়তা পেতে এটি সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.