× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

স্বেচ্ছাব্রতিদের ঈদ পুনর্মিলনী

বিশেষ প্রতিনিধি-

২৬ এপ্রিল ২০২৩ ০৭:০৮ এএম । আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ০৭:১৯ এএম

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্লাটিনাম হলে ৩০টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী ও নেতৃবৃন্দ মিলিত হয়েছিলেন ঈদ পুনর্মিলনীতে। ছবি-দেশি খবর।

মুহাম্মদ হেলাল,মাহামুদ শিবলু, জসিম উদ্দিন, ফখরুল ইসলাম নিরব, ও কাদের রাসেল তারা সবাই স্বেচ্ছাসেবী। নিজ নিজ সংগঠনের সাথে তাঁরা পথশিশু, ছিন্নমূল শিশু, রক্তদান, পরিচ্ছন্নতা কিংবা সাইবার নিরাপত্তার মতো বিষয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেবা নিয়ে মানুষের পাশে দাঁডায়। নোয়াখালীর বিভিন্ন প্রান্তে এমন স্বেচ্ছাসেবীরা নিভৃতে কিংবা প্রকাশ্যে সমাজকর্মে নিজেদের জড়িয়ে রাখলেও সচরাচর নিজেদের দেখা হয়না। মঙ্গলবার বিকালে তাদের মতো এমন অনেকেই ঈদ পুনর্মিলনী উপলক্ষে একত্রিত হয়েছিলেন।।

জেলা শহর মাইজদীর প্লাটিনাম হলে ৩০টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী ও নেতৃবৃন্দ মিলিত হয়েছিলেন এই ঈদ আড্ডায়। নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্ববোধ শাণিত করতে এমন আয়োজন করেছে সামাজিক সংগঠন সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন (এসএইচবিও)।

জলবায়ু পরিবর্তন, দারিদ্র বিমোচন, পথশিশু, ছিন্নমূল শিশু, রক্তদান কিংবা সাইবার নিরাপত্তা, দূর্যোগকালীন সময়ে সরকারের নানা কর্মসূচীতে সহায়ক ভূমিকা রাখার মতো বিষয়ে কাজ করা এসব সংগঠনের ৮০জন স্বেচ্ছাসেবীর আলোচনা ও মতামত প্রদানের মধ্য দিয়ে আড্ডা প্রাণবন্ত হয়ে উঠে।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- আরিফ হোসেন, রিয়াদ হোসেন, সাইফুর রহমান রাসেল, আবির তুহিন, জাহিদ ভূইয়া, মামুনুল ইসলাম, সৌমেন তপু, সাইফুর রহমান রাসেল, সাখাওয়াত রাসেল, সাইদুর রহমান রায়হান প্রমূখ।

বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তারা নোয়াখালীতে সামাজিক কর্মকান্ড আরো গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সকলের প্রতি আহবান জানান। সংগঠক ও সমাজকর্মী ফাহিদা সুলতানা সংগঠনগুলোকে নিয়ে একটা কেন্দ্রীয় মনিটরিং সিস্টেম প্রণয়ণের গুরুত্বারোপ করেন। তিনি বলেন সংগঠনগুলো পারস্পরিক নলেজ শেয়ার করলে কার্যক্রম আরো গতিশীল হবে। 

পুনর্মিলনীতে এপেক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, আমার স্বপ্ন ফাউন্ডেশন, ইউনিক পিনাকল ফাউন্ডেশন, খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব, নোয়াখালী সাইবার ওয়ারিয়রস, কুহক সমাজ কল্যাণ সাইবার অর্গানাইজেশন বাংলাদেশ, এস.পি.এফ, বি.এম.বি.পি.এন, ড্রিম লাইট অফ হেল্প সেন্টার, স্টুডেন্ট অফ নোয়াখালী, রোটারি ক্লাব অফ বেগমগঞ্জ, প্রতিদান ফাউন্ডেশন, নিরাপদ নোয়াখালী চাই, গনিপুর ব্লাড ফাউন্ডেশন, ফেরারি নেটওয়ার্ক, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, স্যাক্রিফাইস বাংলাদেশ, আমরা গোলাপ, আমরা সেবক, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী, এম.এস.বি.এফ, ব্রেব ওয়ারিয়রস ক্লাব, ওয়েলফেয়ার ব্লাড অ্যান্ড স্যোসাল ফাউন্ডেশন অংশগ্রহন করেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.