নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশনে ঈদ উৎসবে সালামী পেয়ে উচ্ছাসিত পথ শিশু। ছবি-রিফাত মীর্জার সৌজন্যে।
নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশনে ঈদ উৎসবে সালামী পেয়ে উচ্ছাসিত পথ শিশু। ছবি-রিফাত মীর্জার সৌজন্যে।
নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশনে ঈদ উৎসবে শিশুদের হাতে উপহার তুলে দেন বেগমগঞ্জ উপেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। ছবি- দেশি খবর।
নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশনে ঈদ উৎসবে শিশুদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি- দেশি খবর।
নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশনে ঈদ উৎসবে শিশুদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি- দেশি খবর।
নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশনে ঈদ উৎসবে শিশুদের হাতে ক্যান্ডি তুলে দেন আমরা গোলাপ'র আহবায়ক শাহেদ মুনীম ফয়সল। ছবি-রিফাত মীর্জার সৌজন্যে।
গুইত্তো মন চায়, পার্কে যাইতো মন চায় ঈদের দিন। আঙ্গোরে নিবো কে? কেও আঙ্গো লাগে মিশতে চায়না। আমরা লেল্লাস্তাত (রেল রাস্তায়) থাই। ঈদে নোতুন জামা পরতে মন চায়, বিরানী, নুডুলস্ খাইতো মন চায়, দিবো কে? ছোট্ট ছোট্ট অভিব্যাক্তি কিন্তু গভীর প্রশ্নের জন্ম দেয়া এমন কথাগুলো বলছিলেন সোহাগী, মুক্তা, মানিক রাসেল। তাঁরা সবাই পথশিশু, পথেই তাঁদের ঠিকানা।
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী রেলওয়ে স্টেশনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা গোলাপ’ এর পক্ষ থেকে ঈদের উপহার নিতে এসেছিলা তারা সবাই। ঈদের আগের দিন শুক্রবার বিকালে এখানে পথশিশুদের নিয়ে ‘ঈদ ফেস্টিভ্যাল উইথ স্ট্রিট চ্রিলড্রেন’ শিরোনামে ঈদ উৎসবের আয়োজন করে সংগঠনটি। গত ১৩ বছর ধরে ঈদকে ঘিরে পথশিশুদের জন্য সংগঠনটি এমন আয়োজন করে আসছে। উৎসবে সেমাই চিনি, নতুন জামা, মেহেদী রাঙ্গানো ও ঈদ সালামী দেওয়া হয় শতাধিক ভাসমান ছিন্নমূল ও পথশিশুদের।
নতুন জামা, মেহেদি আর কচকচে নতুন টাকার ঈদ সালামি যখন মাথা গোঁজার ঠাই থাকা অনেক পরিবারের জন্যও দুঃসাধ্য সেখানে এসব উপহার পেয়ে এসব পথশিশুরা খুনসুটিতে মেতে উঠে। সালামি, মেহেদি আর নতুন জামায় ওদের স্বস্তি নামে চোখেমুখে।
হাতে মেহেদি নিয়ে নতুন জামা নিতে আসা পথশিশু মানিক এবার জানায় ‘প্রতি বছর ভাইয়ারা আমাদের নতুন জামা, নুডলস, সেমাই চিনি দেয়। এবারও দিয়েছে। আমি খুব খুশি হয়েছি।
দুই সন্তানের জননী বিলকিস বেগম বলেন- ঈদের দিন নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। উনাদের দেওয়া সেমাই চিনি দিয়ে আমাদের ঈদ শুরু হবে। আল্লাহর দরবারে শুকরিয়া। আমাদের দিকে তাকানোর কেউ হইলেও আছে।
স্বেচ্ছাসেবীরা বলেছেন, সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এমন আয়োজন আগামীতেও তাঁরা অব্যাহত রাখতে চান।
বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় আমরা গোলাপের এমন আয়োজনে সমর্থন যোগাতে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দও। আমরা গোলাপ’র আহবায়ক শাহেদ মুনীম ফয়সলের সঞ্চালনায় শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। এসময় আমরা গোলাপের উপদেষ্টা সাংবাদিক মিজানুর রহমান, যুব নেতা ইমরান নুর রফি, এসএইচবিও’র সভাপতি ফাহিদা সুলতানা, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের সভাপতি সাইদুর রহমান রায়হান, রিফ্লেক্স মূখপত্র মঞ্জুরুল হাসান, স্বেচ্ছাসেবক ফখরুল ইসলাম অর্নব, সাখাওয়াত রাসেল, হোসেন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন মাসুদ এমন আয়োজনের প্রতিক্রিয়ায় বলেন- আমরা গোলাপ সব সময় ব্যতিক্রমী আয়োজন করে থাকে স্টেশনে। পথশিশুদের নিয়ে তাদের আবেগ আমাদেরও প্রাণিত করেছে। সমাজের বিত্তবানরা যদি আমরা গোলাপের মতো করে ভাবে তবে কোনো শিশুই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে না।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.