দেশের দীর্ঘস্থায়ী বন্যার কবলে নোয়াখালী। দীর্ঘ দুই মাসেরও বেশী সময় বন্যার পানিতে নাকাল জেলাবাসী। বৃষ্টি হলেই আতংক ছড়িয়ে পড়ে। সেই বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছে দেশ-বিদেশের নানান সমাজিক সংগঠন। যা এখনো অব্যাহত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন- সিডনী,অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এবং এ রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় নোয়াখালীর চৌমুহনীতে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ তিন শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর কুরিপাড়ায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জজ কোর্টের আইনজীবি ফাহমিদা জেসমিন পলি, মানবাধিকার কাউন্সিল নোয়াখালী জেলা শাখার মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদাউস শিখাসহ আরও অনেকে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.