রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি : ফোকাস বাংলা
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি বা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতা ও রাষ্ট্রপতি হিসেবে শেষ ভাষণ দিয়েছেন মো. আবদুল হামিদ।
শুক্রবার (৭ এপ্রিল) বিকাল সোয়া ৩টায় রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করেন।
তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল সময় কেটেছে শেরেবাংলানগরের উন্মুক্ত সবুজ পরিসর ও মনোরম জলাধারে ঘেরা মার্কিন স্থপতি লুই আই কানের অনন্যসাধারণ সৃষ্টি, পৃথিবীর অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা এই জাতীয় সংসদ ভবনে। রাষ্ট্রপতি হিসেবে আজকের এ ভাষণটি মহান জাতীয় সংসদে আমার শেষ ভাষণ।’
রাষ্ট্রপতি বলেন, ‘গত ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে। তারই নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সুযোগ নেই।’
এ সময় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
আগামীকাল শনিবার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলে ধরবেন। এরপর তিনি ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন। পরে দুই দিন সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য দেবেন। এরপর তা গ্রহণ করা হবে।
স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ অধিবেশন বসে ১৯৭৩ সালের ৭ এপ্রিল। দিবসটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ২২তম ও বিশেষ অধিবেশন শুরু হয়েছে, যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.