সময়ের সাথে ধাবমান, কোলাহলমুখর ও প্রাণবন্ত নগরকেন্দ্র ইউনিয়ন স্কয়ার যেনো প্রাণপ্রাচুর্য্যেভরা একটুকরো ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক চিত্র। শিল্পীর তুলিতে নানা রঙের ব্যবহারে গাঢ় সবুজ উদ্ভিদ, নীলাভ ঢেউ, তারা, ফুল, প্রাণী, পতঙ্গ সর্বপরি একটি প্রশান্ত পৃথিবী ফুটে উঠেছে এক অনবদ্য শিল্পকর্মে। জলবায়ু সচেতনতা সৃষ্টিতে স্থাপিত দীর্ঘ ম্যুরালটি নজর কেড়েছে নিউইয়র্ক নগরবাসী ও দর্শনার্থীদের ।
ইউনিয়ন স্কয়ারে ফোর্টিনথ্ স্ট্রিটে ব্রডওয়ে এবং ইউনিয়ন স্কয়ার ওয়েষ্ট’র মধ্যে বাসওয়ের পথচারি চালাচলের অংশে দীর্ঘ ম্যূরালটি প্রতিস্থাপন করেছে স্থানীয় অলাভজনক সামাজিক সংগঠন ইউনিয়ন স্কয়ার পার্টনারশিপ-ইউএসপি। ইউনিভার্স ইউথ দ্যা ইউনিভার্স শিরোনামে ৭ হাজার ৫০০ বর্গফুটের এই মূর্যাল স্থাপনে প্রায় এক’শ স্বেচ্ছাসেবী ও শিল্পী অংশ নেন। যাতে ব্যবহৃত হয় ৮০ গ্যালন পেইন্ট। এটি ইউএপি’র তৃতীয় ষ্ট্রিট ম্যুরাল।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত নগরকেন্দ্র কিংবা জনবহুল সমাবেশস্থলগুলো তথ্য ছড়িয়ে দেয়ার জন্য উপযুক্ত হিসাবে বিবেচিত হয়ে থাকে। নগরবাসী কিংবা পর্যটকদের একত্রিত হওয়া, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক রূপান্তরের পক্ষে বলার জন্য ঐতিহাসিকভাবে গুরুত্ব বহন করে নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কয়ার। সেইগুরুত্ব বিবেচনায় ২০২১ সালে ব্ল্যাক লাইভ ম্যাটার, ২০২২ সালে এশিয়ান অভিবাসীদের প্রতি সহিংসতা ও বিদ্বেষপ্রষূত ঘৃণা বন্ধে সচেতনতা সৃষ্টি এবং এবছর দ্রুত পরিবর্তনশীল জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরবাসী ও দর্শনার্থীদের আকর্ষণ করে বার্তা ছড়িয়ে দিতে ম্যূরাল প্রতিস্থাপন করেছে ইউএসপি।
ব্রুকলিন ভিত্তিক নগর পরিকল্পনা ও ডিজাইন ফার্ম ‘স্ট্রিট প্ল্যান’ এর সহযোগীতায় ইউনিয়ন স্কয়ার পার্টনারশিপ-ইউএসপি’র ৩য় বার্ষিক রাস্তা ম্যূরাল স্থাপনের অংশিদার হচ্ছে নিউইয়র্ক নগরের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন আর্ট প্রোগ্রাম। ম্যুরালটি লক্ষ লক্ষ নিউইয়র্কবাসী ও দর্শণার্থীর জন্য উন্মুক্ত করা হয়েছে। যাদের মধ্যে সাড়ে তিন লাখ পথচারী রয়েছে যারা প্রতিদিন এখানদিয়ে পায়ে হাঁেটন এবং বাসে যাতায়ত করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়- শিল্পী ও স্বেচ্ছাসবীরা রঙ আর তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন ¯িœগ্ধ প্রকৃতির নানান দিক। ম্যুরাল জুড়ে ঢেউ, পর্বত এবং আকাশের সমন্বয় করা হয়েছে। এতে প্রাণবৈচিত্রের অসাধারণ উপস্থাপনা রয়েছে যা পথচারী ও যাত্রীদের জলবায়ু পবির্তন সংক্রান্ত সচেতনতা সৃষ্টিতে আবেদন সৃষ্টি করে। ম্যুরালটি উদ্ভিদ ও প্রাণী, যেমন প্রজাপতি এবং গোলাপ, নিউ স্টেট ফুল, মাইগ্রেশন প্যাটার্ন এবং রূপান্তরকে প্রতিনিধিত্ব করে।
ভ্যানেসা আলভারেজ’র এই শিল্পকর্মটির বৈশিষ্ট হচ্ছে এর শান্তিপূর্ণ ডিজাইন এবং রঙের শেডগুলি দর্শকদের ধীরে ধীরে আমাদের চারপাশের মহাবিশ্বের সাথে সংযোগ এবং পৃথিবীর পরিববর্তিত জলবায়ুকে বাঁচাতে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে।
শিল্পী ভ্যানেসা আলভারেজ তাঁর প্রতিক্রীয়া বলেছেন- নিউইয়র্কের বাসিন্দাদের এবং দর্শনার্থীদের সাথে ‘ইউনিয়ন উইথ দ্যা ইউনিভার্স’র’ আত্মপ্রকাশ একটি স্বপ্ন, বিশেষ করে ইউনিয়ন স্কয়ারের মতো একটি প্রাণচঞ্চল এলাকায়। তিনি আশা করেন আমরা যেখানেই থাকিনা কেনো, মানুষ হিসাবে আমরা কিভাবে প্রকৃতির সাথে আন্তঃসংযুক্ত রয়েছি সে সম্পর্কে অনুভূতি এবং প্রতিফলন উভয়ই প্রকাশ করে। নিউইয়র্কবাসীর কাছে শক্তিশালি চিত্রকর্মটি নিয়ে আসতে পেরে তিনি রোমাঞ্চিত।
ম্যানহাটন বরো প্রেসিডেন্ড মার্ক লেভিন বলেন- ইউনিয়ন স্কয়ার বাসওয়ে ম্যুরাল হলো কমিউনিটি শিল্পকর্মেও সুন্দর অংশ। ম্যূরালের উদ্দীপক বার্তাটি নিউইয়র্কবাসী ও দর্শনার্থীদেও মাঝে সমানভাবে অনুরণিত হবে।
নিউইয়র্ক নগরের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন-ডিওটি’র ম্যানহাটন বরো কমিশনার এডওয়ার্ড পিনকার জুনিয়ন শিল্পী ভ্যানেসা আলভারেজ, ইউনিয়ন স্কয়ার পার্টনারশিপ, সম্পৃক্ত কমিউনিটির সদস্য- স্বেচ্ছাসেবীসহ যারা ম্যুরাল প্রতিস্থাপনের মাধ্যমে ইউনিয়ন স্কয়ারকে আরো আকর্ষণীয় করে তুলেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান।
জানতে চাইলে স্ট্রিট প্ল্যানের প্রকল্প ব্যবস্থাপক জন গঞ্জালেজ বলেন- প্রকৃতির সাথে সংযোগ স্থাপনে মানুষ একত্রিত হচ্ছে। ম্যুরাল দেখিয়ে তিনি বলেন নীল রঙ জলের ঢেউ উপস্থাপন করে, সবুজ, কিছু প্রাণী, প্রজাপতি আছে। সেইসাথে পৃথিবী, গ্রহ দেখতে পাবেন। জলবায়ু সচেতনতায় ম্যুরালটি জীবন্ত করে তোল হয়েছে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.