উপমহাদেশে ফোক গানের জনপ্রিয়তা বা আবেদন সব সময় তুঙ্গে। বিভিন্ন ভাষার লোকসংগীত বলিউডে এসে নতুনভাবে রঙ ছড়িয়েছে। ২০২০ সালে হিন্দি বাংলার মিশ্রণে বলিউডে বাংলার কালজয়ী লোকসংগীত ‘গেন্দা ফুল’ গানটি রিমেক করেন বি-টাউনের তারকা র্যাপার বাদশা।
গানটি তিন বছরে এখন পর্যন্ত ৯৪৭ মিলিয়ন দর্শক দেখেছেন। এরই ধারাবাহিকতায় আরও একটি বাংলা লোকগান হাজির হলো। এবারের গানটির শিরোনাম ‘দোতারা’। বাংলার শ্রোতাদের কাছে এটি ‘সুন্দরী কমলা’ নামেও পরিচিত।
গানটি বলিউডের জন্য রিমেক করেছেন সংগীতশিল্পী জুবিন নটিয়াল ও পায়েল দেব। এর মিউজিক ভিডিওতে কোমর দুলিয়ে ঝড় তুলেছেন ‘নাগিন’খ্যাত অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি আইটেম গার্ল হিসেবে তার নামের রোশনাই ছড়িয়ে পড়েছে সবদিকে। হোক সিনেমা কিংবা মিউজিক ভিডিও, নাচে ও অভিব্যক্তিতে উষ্ণতা ছড়াতে মৌনিতেই ভরসা সবার।
এবার কলকাতার অভিনেত্রী মৌনি রায় মুগ্ধতার সুবাস ছড়ালেন সুন্দরী কমলা হয়ে। ৩ মিনিট ২১ সেকেন্ডের এই গানে নিজের পুরোটা উজাড় করে দিয়েছেন এই অভিনেত্রী। যার প্রমাণ মিলেছে ইউটিউবে গানটির মিউজিক ভিডিওতে।
‘দোতারা’ শিরোনামের গানটি ভারতের জনপ্রিয় মিউজিক কোম্পানি টি-সিরিজ থেকে গত ২১ মার্চ মুক্তি দেওয়া হয়। মুক্তির ২ সপ্তাহ না পেরোতেই গানটি প্রায় ১৩ মিলিয়নবার দেখা হয়েছে। গানের ভিডিও দেখে মন্তব্য করেছেন ৫০ হাজারের কাছাকাছি দর্শক।
গানের শুরুতেই দেখা যায় একটি মিউজিক ভিডিওর জন্য প্রস্তুত হচ্ছেন মৌনি। যেখানে সহকারী পরিচালকের ভূমিকায় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। এরপর আধুনিক রাজ পরিবারের পোশাকে হাজির হন মৌনি ও জুবিন। কমেডি ধাঁচের এই মিউজিক ভিডিওতে পায়েলকেও উপস্থিত হতে দেখা যায়। এ ছাড়া পুরো গানে মৌনির গ্ল্যামার সবার নজর কাড়ে। লাল ও সোনালী লেহেঙ্গায় তিনি একজন রজকুমারী হয়ে সবার মন জয় করে নিলেন।
‘দোতারা’ গানটিতে সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পায়েল দেব। বিএলএম স্টুডিও থেকে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়। জুবিনের সঙ্গে মৌনির এটি দ্বিতীয় মিউজিক ভিডিও। এর আগে ‘দিল গালতি কার বেঠা হে’ গানে দুজন একসঙ্গে উপস্থিত হয়েছিলেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.