ভালোবাসা আর উৎসবের শহর প্যারিসে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি ৩০ এপ্রিল রবিবার বিকালে প্যারিস ১০’র মেরি বেল জিননেসিয়াম থিয়েটারে (THEATRE DU GYMNAISE MARIE BELL) এই উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্স’র উদ্যোগে অনুষ্ঠিতব্য উৎসবে সংগীত পরিবেশন করবেন তারকা শিল্পী মাইলস’র শাফিন আহমেদ।
ঈদ উৎসব সফল করার লক্ষ্যে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ২৩ এপ্রিল রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শাহ আলম মায়া’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি হোসেন সালাম রহমানের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক অপু আলম, অজয় দাস, অর্থ সম্পাদক দবির আহমদ, অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী, বিসিএফের পরিচালক এমডি নুর প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আইঅন টিভি ইউকের বিশেষ প্রতিনিধি এনায়েত সোহেল, সময় টিভির বিশেষ প্রতিনিধি লুৎফর রহমান বাবু, এনটিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন, আবুল কালাম মামুন, ডিবিসি প্রতিনিধি জাফর ইকবাল, আরটিভি প্রতিনিধি তাজুল ফয়েজ, মোহাম্মদ আলী চৌধুরী , বাদল পাল, ফ্রান্স দর্পণ পত্রিকার নজমুল কবিরসহ অনেকে।
এসময় উৎসবের বিস্তারিত বিবরণ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে জানানো হয় প্যারিসের বাতাসে সূর ছড়িয়ে দিতে আসছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ সংগীত শিল্পী শাফিন আহমেদ। ঈদ উৎসবে আরো সংগীত পরিবেশন করবেন শিল্পী মেহরাব, নাজু আখন্দ, ওয়াহিদসহ স্থানীয় শিল্পীরা। উৎসবে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.