× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

কনভেনশনকে সামনে রেখে মুনা’র ইমাম ও কমিউনিটি লিডারশিপ ডিনার

বিশেষ প্রতিনিধি-

১২ জুলাই ২০২৪ ০৯:০৯ এএম । আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৩১ এএম

মানুষকে দ্বীনের পথে, নামাজ প্রতিষ্ঠায় সর্বপরি কল্যাণের পথে আহবান করতে এবং নিজেদের স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানরা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেজন্য দায়িত্বশীলরা ভূমিকা পালন করতে হবে। ইমাম এবং কমিউনিটির নেতৃবৃন্দের যৌথ প্রচেষ্টা এবং এগিয়ে আসার মধ্যদিয়ে সেটি অনেকটা সহজ হতে পারে। এক্ষেত্রে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা তাঁদের কর্মসূচী এবং সামর্থ্য দিয়ে পাশে থাকবে।

মুনা কনভেশন-২০২৪কে সামনে রেখে ইমাম ও কমিউনিটি লিডারশিপ ডিনার অনুষ্ঠানে অংশগ্রহণকারী কমিউনিটি নেতৃবৃন্দ, ইমাম ও মুনা’র নেতৃবৃন্দ এমন আহবান জানান। মুনা’র নিউইয়র্ক সাউথ জোনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ইষ্ট নিউইয়র্কস্থ বায়তুল মামুর মসজিদের মিলনায়তনে এই ডিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইমাম আবু সাঈদ আমিন পবিত্র কুরআন থেকে উদ্ধৃত করে বলেন- আমরা প্রত্যেকে কিয়ামতের দিনআল্লাহ সুবহানাহুতায়ালা প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবো। মুনা কনভেনশন নেকী এবং খোদাভীতির কাজ। আমরা প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই কনভেনশনকে সফল করতে সহযোগীতা করা উচিৎ।

কমিউনিটি নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ বক্তৃতায় মুনা কনভেনশনে সহযোগীতার পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠান এবং সংগঠনের সদস্যদের সাথে নিয়ে কনভেশনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

দ্বীন প্রতিষ্ঠায় তথা মানুষকে সৎ পথে আহবান, নামাজ প্রতিষ্ঠা, যাকাত প্রতিষ্ঠা ইমামগণ দায়িত্ব। এই কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহুতায়ালা তাঁদেরকে পরীক্ষা করবেন। পবিত্র কুরআনের আয়াত থেকে উল্লেখ করে ইমামদের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও বায়তুল মামুর মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মুনার নির্বাহী পরিচালক আরমান চৌধুরী বলেন, আমাদের (মুসলমানদের) যে অবস্থা এর জন্য দায়ী মুসলমানরাই। মুসলমানদের অবস্থা আমেরিকাতে ভালো করতে হলে আমাদেরকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। আমাদের সক্ষমতা আছে, কিন্তু সেই সক্ষমতা আমরা ব্যাবহার করবো কি করবোনা এটির ওপর নির্ভর করবে মুসলমানরা এই দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে কি পারবেনা। 

মুনা কনভেনশন বাংলাদেশী আমেরিকান মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কনভেশন আমাদেরকে পারিবারিক বন্ধন তৈরীতে সহায়তা করবে। পারিবারের সদস্যদের নিয়ে সবাই অংশগ্রহণ করুন, যেখান থেকে আমরা সবাই কিছু না কিছু নিয়ে যেতে পারি এবং উপকৃত হতে পারি।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুনার ন্যাশনাল প্রেসিডেট হারুনুর রশিদ বলেন- দাওয়াতের মাধ্যমে দ্বীনের যে কার্যক্রম শুরু হয়েছিলো মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে আল্লাহ সুবহানাহুতায়ালা সেই দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। রাসুলুল্লাহ (সাঃ) যেই মিশন সম্পন্ন করে গেছেন কিয়ামত পর্যন্ত এই মিশন চালু থাকবে এবং এই মিশনের নেতৃত্ব দিবেন আলেমগণ।


মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা নতুন কোন মিশন নিয়ে এই সমাজে কাজ করছেনা। মুনা রাসুল (সাঃ) এর মিশন বাস্তবায়নে কাজ করছে। আপনাআপনি কোন সমাজ পরিবর্তন হয়না সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া। আমাদের মধ্য ছোটখাটে মতপার্থক্য থাকবে, এগুলো উতরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কনভেনশন সফল করতে সহযোগীতা এবং অংশগ্রহণের আহবান জানান ইমান ও কমিউনিটি নেতৃবৃন্দকে।

মুনা’র নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি সাফায়েত হোসেন সাফা’র সভাপতিত্ব এবং সেক্রেটারি এমদাদ উল্যাহ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মুনা’র ওজনপার্ক চ্যাপ্টারের সভাপতি রুহুল আম্বিয়া সুমন। ইসলামী সংগীত পরিবেশন করেন মুনা’র কালচারাল ডিরেক্টর ডা: আতাউল ওসমানী ও সালাহ উদ্দিন রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল এসিস্ট্যান্ট ডিরেক্টর আবু ওবায়দা।

বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট ও মূলধারার রাজনৈতিক শেখ আবু হেলাল (হেলাল শেখ), সন্দ্বীপ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাবর উদ্দিন, কো-চেয়ারম্যান আজাহার হোসাইন, জকিগঞ্জ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, ওজনপার্ক ইসলামিক সেন্টারের সভাপতি মতিউর রহমান মতিন, মসজিদ ইব্রাহিমের সভাপতি শেখ বেলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুর নবী প্রমুখ।

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী ইমাম, কমিউনিটি নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী সবাই ডিনারে অংশ নেন।

প্রসঙ্গতঃ আগামী ৯ থেকে ১১ আগস্ট পেনসিলভেনিয়া কনভেশন সেন্টারে মুনা কনভেনশন-২০২৪ অনুষ্ঠিত হবে। এতে নানান বিষয়ে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলারবৃন্দ।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.