নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে সেবাপ্রত্যাশীদের উদ্বুদ্ধ করতে মিডিয়ার সহযোগীতা চেয়েছেন কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। মঙ্গলবার বিকালে কনস্যুলেট কার্যালয়ে বাংলাদেশের ও প্রবাসী বাংলাদেশীদেও স্বার্থ সংরক্ষণে বিরাজমান পরিস্থিতি এবং কনস্যুলেট সেবারসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এই আহবান জানান।
সভায় নিউইয়র্ক থেকে প্রকাশিক সংবাদপত্র ও টিভি চ্যানেলের সম্পাদক, সিইও ও সাংবাদিক এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সভায় কনসাল জেনারেল বিগত সময়ে সহযোগীতার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি কনস্যুলেট সেবাসমূহ তুলে ধরেন।
সেবাপ্রত্যাশীদের উদ্বুদ্ধকরণে সংবাদমাধ্যমের সহযোগীতা কামনা করে কনসাল জেনারেল বলেন- প্রবাসী সেবাপ্রত্যাশীরা আসার পূর্বে কনস্যুলেটের ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনী কাগজপত্রসহ প্রস্তুতি নিয়ে আসতে পারেন। এতেকরে সেবা দ্রুততর সহজীকরণ সহায়ক হয়। প্রবাসীদের জন্য কনস্যুলেট সেবার মান আরো বৃদ্ধির প্রত্যয় ব্যাক্ত করেন এসময়।
পরে তিনি পাসপোর্ট, ভ্রাম্যমান কনস্যুলেট সেবা, এন ভি আর, জাতীয় পরিচয়পত্র সহ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
সভায় ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, ফাস্ট সেক্রেটারি প্রসূন কুমার চক্রবর্তী, কাউন্সিলর এন্ড হেড অব চ্যান্সারি ইসরাত জাহান উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদ হাসান।
সাংবাদিকদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, টাইম টিভি’র সিইও আবু তাহের, নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, দ্যা জেনারেশনের নির্বাহী সম্পাদক শাহ্ জে চৌধুরী, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, পরিচয় সম্পাদক নামজুল আহসান প্রমুখ।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.