× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

ওজনপার্কের বায়তুন নূর মসজিদে হজ্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত, দ্বিতীয় পর্ব শনিবার

রুদ্র মাসুদ-

১৫ মে ২০২৪ ০৮:২৭ এএম । আপডেট: ১৭ মে ২০২৪ ০৮:৫২ এএম

আসন্ন পবিত্র হজ্ব উপলক্ষে হজ্বযাত্রীদের নিয়ে নিউইয়র্ক সিটির ওজনপার্কের বায়তুন-নূর মসজিদে শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনার ওজনপার্ক চ্যাপ্টারের উদ্যোগে রোববার দুপুরে এ সেমিনারে হজ্বযাত্রী, মুসুল্লী এবং তরুনরা অংশ নেন। ১৮ মে শনিবার আসর নামাজের পর সেমিনারের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেমিনারে নারী হজ্বযাত্রীদের অংশগ্রহণের ব্যাবস্থা থাকবে।

রোববার দুপুরে ৮৮-১৯ লিবার্টি এভিনিউস্থ বায়তুন নূর মসজিদে (মুনা সেন্টার অব ওজনপার্ক) অনুষ্ঠিত সেমিনার পরিচালনা করেন মুনার দায়িত্বশীল ও খিদমাহ হজ্ব গ্রুপের পরিচালক হাফেজ মোশারফ হোসাইন। সঞ্চালনা করেন বায়তুন-নূর মসজিদের ইমাম মাওলানা বেলাল হোসাইন।

সেমিনারে হজ্বের গুরুত্ব, হজ্ব পালনের নানান দিক, হজ্বযাত্রীর পূর্ব প্রস্তুতি বিষয়ে ধারণা প্রদান করা হয়। শনিবার দ্বিতীয় পর্বে হজ্বের সময় পালনীয় এমন নিয়ম, প্রকৃয়া আলোচনা করা হবে।

এ প্রসঙ্গে হাফেজ মোশারফ হোসাইন বলেন- হজ্ব একটি গুরুত্বপূর্ণ এবং ব্যায়বহুল ইবাদত। হজ্বের মাধ্যমে আল্লাহ সুবহানাহুতায়ালার কাছ থেকে ক্ষমা প্রাপ্তির জন্য একজন হাজী জান এবং মাল ব্যায় করে হাজির হন। তাই হজ্বের সঠিক প্রকৃয়াসমূহ শিখে নেয়া প্রয়োজন। সেজন্যই সীমিত পরিসরে হলেও এই সেমিনারের গুরুত্ব রয়েছে।

ইমাম বেলাল হোসাইন বলেন, সময় স্বল্পতার কারণে প্রথম পর্বে হজ্বযাত্রীদের অংশগ্রহণ কিছুটা কম হলেও আশাকরা যায় শনিবার (১৮ মে) আরো বেশী সংখ্যক হজ্বযাত্রী অংশ নিবেন। তিনি, হজ্বযাত্রীদের কাছে সেমিনারের এই দাওয়াত পৌঁছানোর জন্য সবার প্রতি অনুরোধ করেন। যাতে নিউইয়র্ক সিটির হজ্বযাত্রীরা উপকৃত হতে পারেন। সেমিনারে নারী হজ্বযাত্রীরাও যাতে অংশ নিতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। এবং সেমিনার শেষে আপ্যায়নের ব্যাবস্থা থাকবে বলে তিনি জানান।

প্রয়োজনী সেমিনার উপকরণ সরবরাহ ও সহযোগীতার সুবিধার্থে হজ্বযাত্রীদেরকে সেমিনারের পূর্বে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ করেন। 


যোগাযোগ-

বায়তুন নূর মসজিদ

88-19 Liberty Ave, Jamaica, NY 11417

201-839-7579



Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.