বিদ্বেষ, ঘৃণার বিরুদ্ধে লড়াই করে শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করতে হবে প্রতিটি নাগারিকের জন্য। এজন্য ভাষা, ধর্ম, বর্ণ, জাতিগত সম্প্রদায়গুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। কার পরিচয় কি? সেটি বিবেচ্য বিষয় নয়। আমরা নিউইয়র্কবাসী, সবার জন্য বাসযোগ্য নিরাপদ নিউইয়র্ক প্রতিটি নাগরিকের চাওয়া।
নিউইয়র্ক সিটির ওজর্নপার্কে ঘৃণা প্রতিরোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আন্তঃসম্প্রদায়ের মতবিনিময় সভায় এমন প্রত্যাশার কথা উচ্চারিত হয়েছে। নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস্ ঘোষিত ‘ব্রেকিং ব্রেড, বিল্ডিং বন্ড’ কর্মসূচীর অংশ হিসাবে ওজন পার্কের মদিনা পার্টি হলে সভার আয়োজন করে সিটিলাইন ওজনপার্ক কমিউনিটি পেট্রোল-কপসিপি।
গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশী, গায়নিজ, হিম্পানিক, চাইনিজ সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ ধর্মীয় নেতৃবৃন্দও অংশ নেন। সিটিলাইন ওজনপার্ক কমিউনিটি পেট্রোল-কপসিপি’র প্রেসিডেন্ট ইকবাল আলীর সঞ্চালনায় সভায় সকল সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন এনওয়াইপিডি’র ১০২ ও ৭৫ প্রিসেন্টের পুলিশ কর্মকর্তাবৃন্দ। বক্তব্য রাখেন নিউইয়য়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি এ্যাফেয়ার্স বিভাগের প্রতিবিধি পেট্রিসিয়া রঘুনন্দন।
সভায় বক্তারা বলেন, নিউইয়র্ক সিটির সৈন্দর্য্য হচ্ছে বহু সম্প্রদায়ের বৈচিত্রপূর্ণ সহঅবস্থান। আন্তঃসম্প্রদায়ের ঐতিহ্য এবং সাংস্কৃতির আদান প্রদানের মধ্যদিয়ে একে অপরের আপন হয়ে উঠে। এই সম্পর্ক উন্নয়নে সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই স্বাস্থ্যকর ও নিরাপদ এলাকা গড়ে উঠবে। একইসাথে পুলিশের টহল বাড়ানো এবং নগর প্রশাসনের তদারকির ওপর গুরুত্বারোপ করেন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.