নিউইয়র্কে চলছে ‘কালার্স অব ফ্রিডম’ শিরোনামে দেশ এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী। ২৭ সেপ্টেম্বর থেকে ম্যানহাটনের গ্যালারি আর্টিফ্যাক্ট-এ (Artifact Gallery, 155 Suffolk St, New York, NY 10002) ৫দিনের এই প্রদর্শনী শুরু হয়, চলবে ১ অক্টোবর পর্যন্ত। দেশ ও প্রবাসের বরেণ্য ৫৭জন শিল্পীর ৬০টির মতো চিত্র কর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। আগ্রহীরা তাঁদের পছন্দের শিল্পকর্ম ক্রয় করতে পারবেন।
আইবিটিভি ইউএসএ’র আয়োজনে এই প্রদর্শনীর উদ্বোধন করে প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম। প্রদর্শনীর সহ-আয়োজক হচ্ছে বাংলাদেশী আটিস্ট ফোরাম-ইউএসএ ও ঢাকার গ্যালারি চিত্রক। উদ্বোধনী পর্বে আইবিটিভি’র প্রেসিডেন্ট ও সিইও জাকারিয়া মাসুদ, বাংলাদেশী আমেরিকান আটিস্ট ফোরামের সভাপতি আর্থার আজাদ, সাধারণ সম্পাদক বিশ্বজিত চৌধুরী, মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, আমেরিকান আটিস্ট ফোরামের সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে শিল্পী মোস্তফা মনোয়ার, হাশেম খান, রফিকুননবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর শাহ, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, বিরেন সোম, ফরিদা জামান, আবদুল বারেক আলভি, আফজাল হোসেন, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য, কনক চাপা চাকমা, তাজুল ইমাম, আর্থার আজাদ, বিশ্বজিত চৌধুরী, আলমা লিয়া, কায়সার কামাল, মাহমুদুল হাসান রোকন, ফারহানা ইয়াসমিনসহ অংশ নেয়া ৫৭ শিল্পীর চিত্রকর্মে দর্শনার্থীদের নজর কাড়ে।
চিত্রকর্মে দেশত্ববোধ, দ্রোহ, মুক্তিযুদ্ধ, চিরায়ত বাংলার রূপ-ঐতিহ্য, বোধ, বহতা জীবন, যাপিত জীবন, সংযোগ-আন্তঃকরণের মতো বিষয়গুলো প্রতিভাত হয়ে উঠে। দূর-পরবাসে বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম দেখতে পেয়ে আপ্লুত হন শিল্পপ্রেমী দর্শনার্থীরা।
কৃতজ্ঞতা- নিউজে ব্যবহৃত ছবিগুলো আবির আলমগীর, নিহার সিদ্দিকী এবং মাহমুদুল হাসান রোকন’র ফেসবুক ওয়াল থেকে নেয়া।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.