× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

প্রথম দিনে মুখর নিউইয়র্কের স্কুল

মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)-

০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫৮ এএম । আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:২৪ এএম

স্কুলে ফেরার প্রথম দিনেই শিক্ষার্থীদের কলকাকলীতে মুখরিত ছিলো নিউইয়র্ক সিটির স্কুলগুলো। দীর্ঘ দুই মাস ১০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (সাত সেপ্টম্বর) খোলার প্রথম দিনে পুরানো বন্ধুদের কাছে পেয়েছে তাঁরা একইসাথে নবাগত শিক্ষার্থীদের পা পড়েছে স্কুল আঙিনায়। শিক্ষার্থীদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হয় সিটির এক হাজার ৮৬৭ স্কুল। শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

বিদ্যালয়ের প্রথমদিন- উৎসবে অংশ নিয়ে শিক্ষার্থী-অভিবাবকদের সাথে আনন্দ ভাগাভাগি এবং উৎসাহ প্রদান করেন সিটি মেয়র এরিক এডামস। ব্রঙ্কসের পিএস-১২১ স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাথে ছিলে ডিপার্টমেন্ট অব এডুকেশনের চ্যান্সেলর ডেভিট ব্যাঙ্কস, ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স এর প্রেসিডেন্ট মাইকেল মুলগ্রু, কাউন্সিল মেম্বার রিটা জোসেফ, কাউন্সিল মেম্বার মার্জোরি ভেলাসকুয়েজ, অ্যাসেম্বলি মেম্বার মাইকেল বেনেডেটো এবং ব্রঙ্কসের প্রেসিডেন্ট ভেনেসা গিবসন।

এদিকে প্রথম দিনে বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ব্যানার, বেলুন দিয়ে নানান সাজে সাজানো হয়েছে ক্যাম্পাস। আগত শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি শ্রেণী খুঁজে পেতে সাহায্য করতে দেখা গেছে অধ্যক্ষ, শিক্ষক এবং কর্মকর্তাদের।

শিক্ষকরা মাইক হাতে নিয়ে বিদ্যালয়ের প্রথম দিন উদযাপনের উৎসাহ যোগাচ্ছেন। শিক্ষার্থীদের আইডি পৌঁছে দিচ্ছেন শিক্ষকরা। একইভাবে শিক্ষকদের সাথে পরিচিত হওয়া এবং সন্তানদের শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিতে দেখা গেছে অভিভাবকদেরকে।

কুইন্সের ওজনপার্কের পিএস-৬৩ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারা পালমেসি উৎসাহ নিয়ে বলেন-আজকের দিনটি অত্যন্ত সুন্দর, বিস্ময়জাগানিয়া। স্কুলের প্রথম দিনে তিনি শিক্ষার্থী ও অভিবাবক সবাইকে স্বাগতম ও ধন্যবাদ জানান।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে সিটি মেয়র এরিক এডামস স্কুলের প্রথম দিনকে বছরের যে কোন দিনের চেয়ে সেরা দিন আর নেই বলে উল্লেখ করেন। শিক্ষার্থীরা প্রতিশ্রুতি নিয়ে উজ্জল ভবিষ্যতের জন্য আজকের দিনের যাত্রা শুরু করছে বলে শুভকামনা করেন।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.