ইংল্যান্ড ও চেলসির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কোচিং ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি। ২০১৯ সালে চেলসির দায়িত্ব নিয়ে চূড়ান্ত ব্যর্থ হন তিনি। তাকে ছাঁটাই করে টমাস টুখেলকে দায়িত্ব দিতেই চ্যাম্পিয়ন্স লিগে জেতে ব্লুজরা।
এরপর ল্যাম্পার্ড এভারটনের কোচ হন। সেখানেও একই দশা। ভাঙা মৌসুমে গত বছর দায়িত্ব নিয়ে অবনমন এড়ালেও চলতি মৌসুমে এভারটন আবার অবনমনের পথে পা বাড়ানোয় বরখাস্ত করা হয়েছে তাকে।
ওই ল্যাম্পার্ডকে আবার কোচের দায়িত্ব দিচ্ছে চেলসি! সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক, প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়াম এমনই দাবি করেছে।
অথচ বায়ার্ন মিউনিখ থেকে চাকরি হারানো হুলিয়ান নাগেলসম্যান চেলসির কোচ হচ্ছেন বলে জোর গুঞ্জন ছিল। স্পেন জাতীয় দলের দায়িত্ব হারানো সাবেক বার্সা কোচ লুইস এনরিকেও লন্ডনে এসে সাক্ষাৎকার দিয়েছেন।
সংবাদ মাধ্যম জানিয়েছে, ল্যাম্পার্ডকে দায়িত্ব দিলেও তা স্থায়ী মেয়াদে নয়। তাকে কেবল চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য অর্থাৎ অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। যাতে করে সময় নিয়ে দলের প্রয়োজন বুঝে ভালো কোচ নিয়োগ দিতে পারে চেলসি বোর্ড।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2025 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.