মার্চ মাসটা দুর্দান্ত কেটেছে টাইগার আলরাউন্ডার সাকিব আল হাসানের। ১২ ম্যাচ ৩৫৩ রান আর ১৫ উইকেট নিয়ে প্রত্যাশিতভাবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় নাম উঠেছে সাকিবের। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের সঙ্গে লড়াই করবেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এ মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন সিভনা জিমি, রাভিনা ওআ ও হেনরিট ইসমি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪১ রানের পাশে পেয়েছেন ৬ উইকেট। সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাওয়াশেও দারুণ নেতৃত্ব দিয়েছেন সাকিব। সেখানেও ব্যাট ও বল হাতে অবদান রাখেন এই অলরাউন্ডার। ইংল্যান্ড সিরিজের ফর্ম ধরে রাখেন আয়ারল্যান্ড সিরিজেও। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রান করেছেন সাকিব। সব মিলিয়ে মার্চ মাসে ১২ আন্তর্জাতিক ম্যাচে সাকিব ৩৫৩ রান এবং ১৫ উইকেট নেন সাকিব।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.