৩৬ বছর, বয়স বিবেচনায় সাকিবের শেষ আইপিএল হতে পারত এটি। এ কারণে লিগের প্রথম থেকে খেলতে চেয়েছিলেন তিনি। মিনি নিলামে ভিত্তিমূল্যের দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সাকিবের সঙ্গে কলকাতা দলে টানে আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসকে। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় সাকিবকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এতে এবারের আসর থেকেই নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান।
টাইগার অলরাউন্ডারের বদলে ইংল্যান্ডের মারকুটে ব্যাটার জেসন রয়কে দলে ভেড়ায় কলকাতা। কিন্তু সাকিবকে আইপিএলের শুরু থেকেই খেলানোর চেষ্টা করেছিল কেকেআর। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে বিশেষ এক প্রস্তাবও নাকি পাঠিয়েছিল আইপিএলের ফ্রাঞ্চাইজিটি। তবে সেই প্রস্তাব নাকি নাকচ করে দিয়েছিল বিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কেকেআর বিসিবিকে প্রস্তাব দিয়েছিল, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব আইপিএলের শুরু থেকে কেকেআরের হয়ে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক। আবার যখন মে মাসে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে যাবে সেই সময় সাকিব দলের সঙ্গে খেলতে যাক, কিন্তু লিটন কেকেআরের হয়ে খেলুক। সিরিজ শেষ হয়ে গেলে সাকিব আবার চলে আসুক কলকাতায়। তা হলে দুই পক্ষের সমস্যা মিটে যাবে বলে আশা করেছিল কেকেআর।
কিন্তু কলকাতার এই প্রস্তাব মানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্টের অধিনায়ক ও সহ-অধিনায়ককে ছাড়তে চায়নি বিসিবি।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.