কল্যাণের বার্তা নিয়ে আমাদের মাঝে পবিত্র মাহে রমজান সমাগত। পবিত্র কুরআন নাজিলের কারণে মহিমান্বিত এই মাসে আল্লাহ সুবহানাহুতায়ালার কাছ থেকে সর্বোচ্ছ অনুগ্রহ প্রাপ্তির সুযোগ রয়েছে। তাই আমাদেরকে রমজানে আমল করার জন্যও পরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিটি পরিবারের সদস্যরা মিলে আমরা এই প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং আমাদের পরিকল্পনা ও প্রস্তুতি যেনো আল্লাহ সুবহানাহুতায়ালা কবুল করেন সেজন্য দোয়া করতে হবে। এবং পুরো রমজান মাস জুড়ে সবধরণের আমল করতে হবে।
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা’র সাউথ জোনের সভাপতি মাওলানা এমদাদ উল্যাহ এমন আহবান জানিয়েছেন নারী-পুরুষ, তরুন-যুবক নির্বিশেষে সকল মুসুল্লীদের প্রতি। রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটিরও ওজনপার্কের বায়তুননূর মসজিদে “ওয়েলকাম রামাদ্বান” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। মুনা ওজনপার্ক চ্যাপ্টারের এই আয়োজনে তরুন-তরুন ও নারী অংশগ্রহণ করেন।
বায়তুননূর মসজিদ ও মুনার ওজনপার্ক চ্যাপ্টারের সভাপতি এডভোকেট আব্দুল জাব্বারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যাপ্টার সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন মুনার দাওয়াহ বিভাগের পরিচালক ফজলে রাব্বি। আলোচনা করেন বায়তুননূর মসজিদের ইমাম মাওলানা বেলাল হোসাইন। আলোচনার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ সোহান মাহমুদ। ইসলামী সংগীত পরিবেশন করেন প্রকৌশলী শাকের আব্দুল্যাহ আল মোরশেদ।
রমজানের গুরুত্ব তুলে ধরে আলোচনায় পবিত্র কুরআন তেলওয়াত, কুরআন অধ্যায়ন, চর্চা এবং কুরআনের দাওয়াত দেওয়ার আহবান জানান আলোচকবৃন্দ। সন্তানদের দ্বীনের সাথে সম্পৃক্তকরতে মসজিদমুখী করা, আদব শিক্ষা দেয়া এবং অভিভাবকদের সাথে সম্মানের সাথে আচরণের বিষয়টি তুলে ধরা হয়।
পাশিপাশি এলাকায় প্রতিবেশী অমুসলিমদের মাঝে রমজানে দাওয়াহ কার্যক্রম পরিচালনা তাঁদেরকে মসজিদের ইফতারে আমন্ত্রণ জানানোর আহবান জানান মসুল্লীদের প্রতি।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2025 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.